ইংল্যান্ড বিশ্বকাপে সেরা চারে খেলার লক্ষ্য বাংলাদেশের

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০১৯ ০৫:২৬:৩৩

ইংল্যান্ড বিশ্বকাপে সেরা চারে খেলার লক্ষ্য বাংলাদেশের

ইংল্যান্ড বিশ্বকাপে শেষ চারে ওঠার লক্ষ্যে আত্মবিশ্বাসী দলের প্রধান র্নিবাচক মিনহাজুল আবেদীন নান্নু।বিশ্বকাপ দল নির্বাচনের ক্ষেত্রে এবার অভিজ্ঞতাকেই সবার আগে বিবেচনায় নিয়েছে নির্বাচক কমিটি।

গতকাল মিরপুরে বিসিবির প্রেসবক্সে ১৫ সদস্যের দল ঘোষণা শেষে এসব কথা জানান দলের প্রধান র্নিবাচক ও আরেক র্নিবাচক হাবিবুল বাশার।

 

এবারের বিশ্বকাপে বড় ধরনের আশাবাদ ব্যক্ত করে নান্নু জানান, ‘অবশ্যই এক থেকে চারের মধ্যে থাকা আমাদের লক্ষ্য। আমি আত্মবিশ্বাসী যেহেতু এবার অনেক অভিজ্ঞ খেলোয়াড় দলে আছে।’

 

ইংলিশ কন্ডিশনে এত বড় প্রত্যাশা পূরণ করা এই দলের পক্ষে কটটুকু সম্ভব হবে জানতে চাইলে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা অনেক খেলোয়াড় আছেন এবারের স্কোয়াডে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ইনশাআল্লাহ আমি আশাবাদী যে, ইংলিশ কন্ডিশনে আমরা ভালো করতে পারব।’ 

এবারের বিশ্বকাপে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ তিনটির দিকে আলাদাভাবে তাকিয়ে থাকবে টাইগার সমর্থকরা। এই তিন ম্যাচে কতটা ভালো করা সম্ভব, এমন প্রশ্নের জবাবে হাবিবুল বাশার বলেন, ‘আমি আসলে এইভাবে দেখছি না। আমি ৯টা ম্যাচের দিকেই লক্ষ্য রাখতে চাই। আমাদের লক্ষ্য সেমিফাইনাল খেলা। সেটা পূরণ করতে হলে তিনটা ম্যাচকে টার্গেট করলে হবে না। এটা খুব কঠিন হবে, কারণ সবকয়টি দলই এমন লক্ষ্য নিয়ে খেলবে। তবে এবারের ফরম্যাটের কারণে আমাদের জন্য এটা সত্যি কঠিন হবে।’

প্রজন্মনিউজ২৪/নাবিল

এ সম্পর্কিত খবর

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এপ্রিল ২০২৪ এইচআরএসএস এর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন।

শিক্ষামন্ত্রীসহ সরকারের পদত্যাগের দাবি জানালেন জয়নুল আবদিন ফারুক

সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা

বেরোবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, মহাসড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জয়নুল আবদিন ফারুকের

ফেসবুক না ইউটিউব ভিডিওতে আয় বেশি?

হজ ভিসা আবেদনের সময় বাড়ল ৭ মে পর্যন্ত

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়

কারিগরি বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ৯ শতাধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ