বেগম জিয়ার মুক্তির দাবিতে ২০ দলের কর্মসূচি

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০১৯ ১০:২৩:৩৭

বেগম জিয়ার মুক্তির দাবিতে ২০ দলের কর্মসূচি

দেশে ভোটারবিহীন নির্বাচনের সংস্কৃতি সরকার চালু করেছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জোটের বৈঠকে নেতারা এই অভিযোগ করেন। তাঁরা অভিযোগ করেন, সরকার দেশের মানুষকে ভোটবিমুখ ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চালাচ্ছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ওই বৈঠকে জামায়াতে ইসলামীসহ জোটের প্রায় সব দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। গত রাত নয়টা থেকে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়।

বৈঠক সূত্র জানায়, গণতন্ত্র পুনর্বহাল এবং বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার সুচিকিৎসা ও তাঁর মুক্তির দাবিতে জোটগতভাবে এবং শরিক দলগুলো পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে। এ ছাড়া সরকারের বাইরে থাকা অন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার বিষয়েও উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য ধরে রাখার ব্যাপারে বিএনপির পক্ষ থেকে বৈঠকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। বিএনপির মহাসচিব দেশের বর্তমান অবস্থাকে চরম ক্রান্তিকাল বলে উল্লেখ করে জোটের শরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, ‘২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে কোনো টানাপোড়ন নেই। আমরা পাশাপাশি আন্দোলন–সংগ্রাম চালিয়ে যাব।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, জমিয়তে উলামায়ে ইসলামের নূর হোসাইন কাশেমী, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রজন্মনিউজ২৪/দেলাওয়ার হোসাইন।

 

 

 

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি: কাদের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ