সাকিব কি তাহলে ঢাকা লিগ খেলবেন?

প্রকাশিত: ১৯ মার্চ, ২০১৯ ১১:০১:২৩ || পরিবর্তিত: ১৯ মার্চ, ২০১৯ ১১:০১:২৩

সাকিব কি তাহলে ঢাকা লিগ খেলবেন?

আগামী ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সাকিব আল হাসান শুরু থেকেই আইপিএল খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে তার আগে ঢাকা প্রিমিয়ার লিগেও দুই-একটা ম্যাচ খেলে যেতে চান তিনি।

গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সাকিব ঢাকা লিগ খেলতে চান। কিন্তু তিনি খেলার কোনো সম্ভাবনা দেখেন না। অন্যদিকে বিসিবির প্রধান চিকিৎসক জানিয়েছেন, সাকিবের পুনর্বাসন শেষের দিকে। দুই-এক দিনের মধ্যে চূড়ান্ত মূল্যায়ন করবেন তারা। এরপর খেলা বা না খেলা সাকিব ও বোর্ডের সিদ্ধান্ত।

গত বছরের শুরু থেকে নানা ভাবে চোটে ভুগছেন সাকিব আল হাসান। সর্বশেষ চোটের কারণে বঞ্চিত হয়েছেন নিউজিল্যান্ড সফর থেকে। এর মধ্যে তিনি চোট থেকে সেরেও উঠেছেন। এখন সাকিব আইপিএলে কতো দিনের জন্য যাবেন বা কবে থেকে সেখানে যোগ দেবেন, এগুলো বিসিবি কিছু জানায়নি।

তবে তিনি যে আইপিএল যাওয়ার আগে ঢাকা লিগ খেলতে চান, এটা গতকাল বোর্ড সভাপতিই নিশ্চিত করেছেন। গুঞ্জন ছিল যে, ড্রাফটে নাম না থাকলেও আবাহনীর হয়ে মাঠে নামতে ইচ্ছুক বাংলাদেশের এই টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তবে পাপন বললেন, তিনি অন্তত সাকিবের প্রিমিয়ার লিগ খেলার কোনো সম্ভাবনা দেখেন না।

তিনি বলছিলেন, ‘সাকিব খেলতে চায়। আমাকেও বলেছে। ২০ তারিখে ওকে ডাক্তাররা দেখবে। এরপর জানা যাবে। এটা পুরোটাই ডাক্তারদের ওপর। সত্যি কথা বলতে, ওর প্রিমিয়ার লিগ খেলার কোনো সুযোগই দেখি না। ওদের তো লিস্টেই নাম ছিল না। খেলতে চাইলেই তো হবে না। ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু এত সহজ জিনিস না। যে ইচ্ছে হলেই খেলব।’

তবে ড্রাফটের এই জটিলতা না থাকলে তার খেলায় শারীরিক খুব একটা বাধা নেই। অন্তত তেমনটাই বললেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলছিলেন, ‘সাকিবের পুনর্বাসন এখন একেবারেই শেষের দিকে। ওর সম্পর্কে আমরা দু-একদিন পর চূড়ান্ত কথা বলতে পারব। তবে সে সুস্থতার খুব কাছে দাঁড়িয়ে আছে।’

তবে ডাক্তার দেবাশীষ বললেন, তারা শুধু সাকিবের ফিটনেস বিষয়ে মত দিতে পারেন। খেলা বা না খেলা তার ও বোর্ডের সিদ্ধান্ত, ‘আসলে আমরা তো জানাব যে, সে খেলার জন্য ফিট আছে কি না। সে নেটে ব্যাট করেছে। ভালোই বোধ করছে। কিন্তু খেলবে কি না, সেটা তো আমরা বলতে পারি না। সেটা ওর এবং বোর্ডের ওপর নির্ভর করে।’

তবে আজ থেকে শুরু ঢাকা লিগের এই রাউন্ডে যে সাকিব খেলতে পারছেন না, সেটা নিশ্চিত। আজ তিনটি খেলা দিয়ে এই পর্ব শুরু হচ্ছে আবার ঢাকা লিগের। আজ ফতুল্লায় আবাহনীর মুখোমুখি হবে শাইনপুকুর। বিকেএসপিতে শেখ জামালের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক এবং মিরপুরে মোহামেডানের লড়াই লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে।

প্রজন্মনিউজ২৪/তারেক আজিজ

 

 

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

যুদ্ধকে ‘না’ বলুন, সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন: প্রধানমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ