কাজি এবং একজন সাক্ষী দিয়ে কি বিয়ে সহিহ হবে?

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০১৯ ১০:৫৭:২৬

কাজি এবং একজন সাক্ষী দিয়ে কি বিয়ে সহিহ হবে?

উত্তর : কাজি যদি একজন সাক্ষী হন, তাহলে অন্যজনসহ তো সাক্ষী দু’জনই হলেন। অতএব, বিবাহ সহিহ হবে। সাক্ষী কমপক্ষে দু’জন হতে হয়। প্রয়োজনে তাদের নাম ঠিকানা লিখতে হয়। মূলত শরীয়তে সাক্ষী থাকাই জরুরী। এ সাক্ষী মসজিদ বা বিয়ের মজলিসের সব লোকই হতে পারে।

যেখানে বিয়ে পড়ানো হয়, সেখানকার সব মানুষ যখন সাক্ষী তখন আলাদা সাক্ষীর নাম ঠিকানা ও দস্তখত শরীয়তে জরুরী নয়। এটি আইনের প্রয়োজনে রাখা হয়। কমপক্ষে দু’জন জরুরী। নাহয় বিয়ে সহিহ হবে না। প্রশ্নের কাজি সাহেবও একজন সাক্ষী বলে গণ্য হবেন।

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ