ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে ছাত্রদল

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০১৯ ০১:০১:৩৬

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে ছাত্রদল

ডাকসু নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ নয় বছর পর মধুর ক্যান্টিনে ছাত্রদল। দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েছে সংগঠনটি।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে মধুর ক্যান্টিনে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদলের সদস্যরা।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকীর নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দকে দীর্ঘদিন পর মধুর ক্যান্টিনে দেখা গেছে। আজ সকাল সাড়ে দশটার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা মধুর ক্যান্টিনে আসেন। ডাকসু নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ছাত্রদলের।

এদিকে ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্রনেতারাও মধুর ক্যান্টিনে উপস্থিত রয়েছে। ছাত্রদল নেতাদের সাথে কুশল বিনিময়ও হয় তাদের।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, সুষ্ঠু ও সব শিক্ষার্থীর কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উপাচার্য আখতারুজ্জামান স্যারকে সাত দফা দিয়েছি।

অন্য ছাত্রসংগঠনগুলোও পরিবেশ ও সহাবস্থান নিশ্চিত করার দাবি তুলেছি। কিন্তু প্রশাসন একটা দাবিও মানেনি। সার্বিক বিষয় নিয়ে মধুর ক্যান্টিনে আসা।

তিনি বলেন, ডাকসু নির্বাচনের উদ্যোগ আমরা স্বাগত জানিয়েছি। সহাবস্থান নিশ্চিত না করে ভোটকেন্দ্র হল থেকে না সরিয়ে প্রশাসন তফসিল ঘোষণা করেছে।

পরিবেশ পরিষদে বেশিরভাগ সংগঠনের দাবিকে অগ্রাহ্য করে একটি ছাত্র সংগঠনকে জেতানোর পায়তারা চলছে। সংবাদ সম্মেলনে আমরা দলের সার্বিক পর্যবেক্ষণ তুলে ধরবো।

উল্লেখ্য, সকালে ছাত্রদলের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে গেলে ছাত্রদল ও ছাত্রলীগের পক্ষ থেকে বিচ্ছিন্ন স্লোগান দিতে দেখা যায়। গত বৃহস্পতিবার উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়ে ভোট ৩ মাস পেছানো, ক্যাম্পাসে সহাবস্থানসহ সাত দফা দাবি জানিয়েছে ছাত্রদল। তবে তাদের সেই দাবির একটিও বাস্তবায়ন হয়নি বলে জানান ছাত্রদলের নেতাকর্মীর। ২৮ বছর পর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের জন্য ১১ মার্চ দিন ধার্য আছে।

এ সম্পর্কিত খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি: কাদের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ