'ধর্ম মন্ত্রণালয়ে কোনো অন্যায় কাজ হবে না'

প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০১৯ ১০:৫৬:৫৫

'ধর্ম মন্ত্রণালয়ে কোনো অন্যায় কাজ হবে না'

ধর্ম মন্ত্রণালয়ে কোনো ধরণের অন্যায় কাজ হতে দেয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পরিচিতি ও কার্যক্রম অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সব ধর্মের কল্যাণেই উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় ধর্ম মন্ত্রণালয় সামনের সারিতে থাকবে।

মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর বা সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ধর্ম একটি পবিত্র বিষয়। ধর্ম মন্ত্রণালয়ে কোনো ধরণের অন্যায় কাজ হতে দেয়া হবে না।’

তিনি আরও বলেন, প্রতিটি ধর্মের ধর্মীয় রীতি-নীতি, অনুশাসন পালনের সুযোগ করে দেয়া আমার দায়িত্ব। এক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর বা সংস্থাসমূহ স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করলে আমার দায়িত্ব পালন করা সহজ হবে।’

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানের সভাপত্বিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ ও ড. মোয়াজ্জেম হোসেন,

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ওয়াকফ প্রশাসক মো. শহিদুল ইসলামসহ মন্ত্রণালয় ও আওতাধীন দফতর সংস্থা ও প্রকল্পসমূহের কর্মকর্তাবৃন্দ।

এ সম্পর্কিত খবর

জাবিতে প্রথম রিসার্চ গ্রাজুয়েট কনফারেন্স অনুষ্ঠিত

অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল, থাকবেন ভোটের প্রচারে

আমরা দারিদ্র্য বিমোচনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

বশেমুরপ্রবিতে প্রথমবারের মতো প্রথম আলো বন্ধুসভা বইমেলা অনুষ্ঠিত

জুড়িতে পরিকল্পিত সড়ক দুর্ঘটনায় একজনকে হত্যার অভিযোগ

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফরিদপুরের তিনটি উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে

ঘরে ঢুকে বিমানবাহিনীর কর্মকর্তাকে গুলি করে মারল যুক্তরাষ্ট্রের পুলিশ

গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঘরে বসেই যেভাবে জানা যাবে এসএসসির ফল

এক দশকে সবচেয়ে কম ভোট

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ