আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে তালেবান হামলায় নিহত ১৬

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০১৮ ০৩:১০:৫৪

আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে তালেবান হামলায় নিহত ১৬

 

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের একটি ছোট সামরিক ঘাঁটিতে তালেবানরা হামলা চালিয়েছে। শনিবারের এই হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সামরিক ঘাঁটিতে হামলায় ১২ সেনা সদস্য নিহত হন। পরে তালেবানদের রেখে যাওয়া বিস্ফোরক বিস্ফোরিত হলে আরও চার উপজাতি নেতা নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা জানান, নিহত সেনাদের লাশ সংগ্রহের কাজে সহযোগিতা করছিলেন উপজাতি নেতারা।

বাঘলান প্রাদেশিক পরিষদের প্রধান সফদার মোহসিনি জানান, তালেবানরা দুই সেনাকে অপহরণ করেছে এবং হামলায় আরও তিন সেনা আহত হয়েছেন। বিভিন্ন স্থানে বোমা পুঁতে রাখার আগে তালেবান যোদ্ধার ঘাঁটিতে আগুন ধরিয়ে দেয়। তালেবানের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। তারা দাবি করেছে, বেশ কিছু আগ্নেয়াস্ত্র সংগ্রহ করা হয়েছে।

সম্প্রতি তালেবানরা প্রায় প্রতিদিন আফগানিস্তানের নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব হামলা মূলত গ্রামীণ ফাঁড়িগুলোতে চালাচ্ছে তালেবানরা।

প্রজন্মনিউজ২৪/নিরব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ