এরপর যা হবে তার দায়-দায়িত্ব সরকারেরঃ ড. কামাল

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০১৮ ০৫:২৯:৫৩

এরপর যা হবে তার দায়-দায়িত্ব সরকারেরঃ ড. কামাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন জোটের সঙ্গে সংলাপের পর জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, তারা তাদের দাবি-দাওয়া উত্থাপন করেছেন। এরপর যা হবে তার দায়-দায়িত্ব সরকারের।

সংলাপ শেষে বুধবার বিকেলে রাজধানীর বেইলি রোডে নিজের বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, 'আমরা সংলাপের মাধ্যমে দাবি-দাওয়া উত্থাপন করেছি। আমরা চেয়েছি শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায় করতে। এরপর যা হবে তার দায়-দায়িত্ব সরকারের।'

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপকে তাদের আন্দোলনের অংশ হিসেবে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমরা আন্দোলনেই আছি। সংলাপকে আন্দোলনের অংশ হিসেবেই নিয়েছি। সংলাপে সমাধান না আসলে সেই দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।'  এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে সংলাপে অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।

প্রজন্মনিউজ২৪/এম বিল্লাহ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ