প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৬ ০৬:৩৪:৩৬
আগামী জাতীয় নির্বাচনে যে নেতার হাতে দেশ ও জাতি নিরাপদ থাকবে তাকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী স্ত্রী ডা. আমেনা বেগম।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আমরা সবাই ভোটকেন্দ্রে যাব। নিজেদের বিবেকের রায় আমরা প্রদান করব। সৎ, যোগ্য, ঈমানদার আমানতদার প্রার্থী এবং নেতাকে আমরা বাছাই করে নেব।
যাদের হাতে দেশ এবং জাতি নিরাপদ থাকবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে তিনি এ আহ্বান জানান। এ সময় ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ভোট চান তিনি।
ডা. আমেনা বেগম বলেন, চব্বিশের বিপ্লবের মূল বিষয় ছিল তিনটি—বিচার, সংস্কার এবং নির্বাচন।
বিচার এবং সংস্কারের কাজ চলছে এবং নির্বাচনের দ্বারপ্রান্তে আমরা সবাই উপনীত হয়েছি। এই বিচার, সংস্কার এবং নির্বাচনের কাজে দেশের সচেতন নাগরিক হিসাবে আমাদের সবা অংশগ্রহণ করা, যার যার ভূমিকা পালন করা এবং যার যার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করা আমাদের দায়িত্ব।
সমাবেশে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেন, আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের হাতে বন্দি হতে চাই না। যারা নির্বাচনের আগে নারীদের গায়ে হাত তুলছে, ভোটের পরও নারীরা তাদের কাছে নিরাপদ নয়।
এ সময় কারচুপি ও প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং করে ভোটে জালিয়াতি করলে হাসিনার চেয়েও খারাপ পরিণতি হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
টাঙ্গাইলে জামায়াতের নির্বাচনী প্রচারণাতে বিএনপির হামলা
এমন নেতা আমরা বেছে নেব, যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ : জামায়াত আমিরের স্ত্রী
ইবিতে নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে ‘অপহরণ’ ছাত্রদল আহ্বায়কের
ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
যে দল নির্বাচিত হবে আমরা তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত: মার্কিন রাষ্ট্রদূত
ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ ও বিক্ষোভ মিছিল
ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোর উদ্বোধন প্রধান উপদেষ্টার
পাচারের সময় ২০০ বস্তা সার জব্দ করল স্থানীয়রা
অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, সব মাফ করে দিয়েছি: জামায়াত আমির