কেরাণীগঞ্জে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতার ৩ শতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগদান

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৬ ১২:৫১:০৩

কেরাণীগঞ্জে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতার ৩ শতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগদান

প্রজন্মডেস্ক: কেরাণীগঞ্জে এক নির্বাচনী সভার মাধ্যমে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন ঢাকা মহানগরী ও কেন্দ্রীয় সাবেক ছাত্রদল নেতা।

সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৩ টায় ঢাকা-২ আসনের তারানগর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী সভায় তারা দলবদল করেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা দেলোয়ার হোসাইন ও ঢাকা-২ আসনে ১১ দল সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্ণেল (অব.) মো. আব্দুল হক নির্বাচনী সভায় যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মিরাজুল আলম মাশহুরের নেতৃত্বে তিন শতাধিক বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একযোগে দলবদল করেন।

এসময় মিরাজুল আলম মাশহুর বলেন, আমরা যে মানুষদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের স্বার্থে জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েও নিজেদের জীবনের বড় অংশ এই সংগঠনে ব্যয় করেছিলাম সেই সংগঠন আজ তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে।

সারাদেশেসহ কেরানীগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলসহ হত্যায় এই সংগঠন আজ বিতর্কিত হয়ে গিয়েছে, এর দায় থেকে মুক্তি পেতে আমরা বাধ্য হয়ে সকলে একযোগে দল বদল করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। 

আমরা বুঝতে পেরেছি ইসলামী আদর্শ ব্যাতীত কোন সংগঠন মানুষের দুঃখ দূর্দশা দূর করতে পারবে না। তাই নানান বাঁধা, হুমকিসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও আমরা দ্বীন ইসলাম কায়েম করার জন্য নিজেদের উৎসর্গ করেছি।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, আজকের অন্য দল থেকে ৩ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রমাণ করে বাংলাদেশের মানুষ এখন জামায়াতেই ভরসা করে এবং আগামীর বাংলাদেশ গড়ার চাবি জামায়াতের হাতে তুলে দিতে চায়। আগামী নির্বাচনে জামায়াত বিজয় লাভ করে সরকার গঠন করার মধ্য দিয়ে ইসলামী আদর্শের ভিত্তিতে স্বাধীন- সার্বভৌম, আধিপত্যবাদবিরোধী ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার মাধ্যমে জনগণের এই আস্থার প্রতিদান দিবে ইনশাআল্লাহ। 

জামায়াতে ইসলামীর প্রার্থী কর্ণেল (অব.) মো. আব্দুল হক বলেন, কেরাণীগঞ্জ ও সাভারের আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে আজ যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই।

তিনি আরও বলেন, আমি দোয়া করি—আমরা যেন আজীবন ঐক্যবদ্ধ থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করতে পারি।

অনুষ্ঠানে কেরাণীগঞ্জ মডেল থানা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে ও সাভার থানা আমীর আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেরাণীগঞ্জ মডেল থানার শূরা সদস্য ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারি আবু ফাত্তাহ মোঃ তুর্জ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার সেক্রেটারি আমিনুল ইসলাম বুলবুল, তারানগর ইউনিয়ন আমীর আব্দুর রশিদ, শাক্তা ইউনিয়ন আমীর আসাদুল্লাহ আল গালিব, কালিন্দী ইউনিয়ন আমীর আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত খবর

টাঙ্গাইলে জামায়াতের নির্বাচনী প্রচারণাতে বিএনপির হামলা

এমন নেতা আমরা বেছে নেব, যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ : জামায়াত আমিরের স্ত্রী

ইবিতে নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে ‘অপহরণ’ ছাত্রদল আহ্বায়কের

ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

যে দল নির্বাচিত হবে আমরা তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত: মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ ও বিক্ষোভ মিছিল

ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোর উদ্বোধন প্রধান উপদেষ্টার

পাচারের সময় ২০০ বস্তা সার জব্দ করল স্থানীয়রা

অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, সব মাফ করে দিয়েছি: জামায়াত আমির

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ