প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫ ১২:৩৪:১৯
প্রজন্ম ডেস্ক:
ভারতে জয়পুর-আজমের জাতীয় সড়কে উক্ত ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাংকারটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি ট্রাক। ফলে, মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ট্যাংকারে। তার পরেই জোরালো শব্দে একের পর এক বিস্ফোরণ হতে থাকে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে এই অগ্নিকাণ্ড ঘটে।
উক্ত বিস্ফোরণের জেরে জাতীয় সড়কে ৭টি গাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেছে বিস্ফোরণের শব্দ।
জয়পুরের আইজি রাহুল প্রকাশ জানিয়েছেন, এই ঘটনায় ট্যাংকারের চালকসহ দুই থেকে তিনজন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কের ওপর সিলিন্ডার বোঝাই ওই ট্রাকটি ভুল জায়গায় পার্ক করে তার চালক রাস্তার পাশের একটি দোকানে খাবার খেতে যান। সেই সময় পিছন থেকে একটি ট্রাক তাতে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে আগুন ধরে যায় ট্রাকটিতে। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারন করে।
জয়পুরের চিফ মেডিক্যাল অফিসার রবি শেখাওয়াত জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকরী যানবাহনের চালককে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি
প্রজন্মনিউজ২৪
গত ১০ বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত : মির্জা ফখরুল
লেবাননে হামলায় ১৩ হামাস যোদ্ধা নিহত, দাবি ইসরাইলের
ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ
ঠাকুরগাঁওয়ে পিকআপ–ভ্যানগাড়ি সংঘর্ষে ভ্যানচালক নিহত
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ভেঙে পড়েছে আ’লীগ ।
মৃত্যুদণ্ড আছে বিশ্বের ৫৫ দেশে, বাদ দিয়েছে ১১২টি দেশ
মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা
শেখ হাসিনার মামলার রায় ও প্রত্যর্পণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ