প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৮:৩০
প্রজন্ম ডেস্ক:
শারদীয় দুর্গোৎসব এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে আজ থেকে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপারসহ কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, আজ ২৯ সেপ্টেম্বর সোমবার থেকে আগামী ২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত চার দিন শারদীয় দুর্গোৎসবে বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে ৩ অক্টোবর (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন। পরের দুই দিন আমদানি-রপ্তানি চলবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ৬ ও ৭ অক্টোবর বন্দরের বাণিজ্য কার্যক্রম ফের বন্ধ থাকবে।
আগরতলা ইন্দো বাংলা এক্সপোর্ট- ইমপোর্ট কমিউনিকেশন সেন্টার এক চিঠিতে বাণিজ্য বন্ধের এ সিদ্ধান্ত নিয়ে আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ী নেতাদের জানিয়েছে বলে নিশ্চিত করেছেন, আখাউড়া স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া ও সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী মো. আক্তার হোসেন জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে এবার ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
রপ্তানি অনুমতি পাওয়ার পর ১৮ সেপ্টেম্বর আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১২০০ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়েছে। রপ্তানি শুরুর পর এ ১০ দিনে (১৮-২৭ সেপ্টেম্বর) ইতিমধ্যে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ৩৭ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার যা বাংলাদেশি ১ হাজার ৫২৫ টাকা।
ব্যবসায়ী নেতারা জানান, দুর্গাপূজায় ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর আগামী ৮ অক্টোবর বুধবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
প্রজন্মনিউজ২৪
খুলনায় আগে থেকেই গণসংযোগে জামায়াত, মাঠে নামল বিএনপিও
৯ হাজার তরুণকে প্রশিক্ষণের কারণ জানালেন উপদেষ্টা আসিফ
মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
“আমেরিকা-ইসরাইল ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে”
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৮ম দিনের মতো চলছে আপিল শুনানি
আমরা জোট করবো না, সমঝোতা করবো: জামায়াত আমির
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন মামদানি
সাক্ষী না আসায় ফের পেছাল সাক্ষ্যগ্রহণ
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না