প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৫ ১১:৫২:৫০
নির্বাচনি মাঠে যখন প্রচারের উত্তাপে বাড়ছে প্রতিযোগিতা ও বাকযুদ্ধ, ঠিক তখনই কক্সবাজারের রাজনীতিতে দেখা গেল এক প্রশান্তিময় ও দৃষ্টান্তমূলক দৃশ্য। প্রতিদ্বন্দ্বিতার মাঝেও সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও রাজনৈতিক শালীনতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন কক্সবাজার-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শহীদুল আলম বাহাদুর এবং বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক আইডিতে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান শহীদুল আলম বাহাদুর। নির্বাচনি প্রতিদ্বন্দ্বী হয়েও এমন সহমর্মিতা ও সৌহার্দ্য রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে এক ইতিবাচক আলোড়ন।
ফেসবুক পোস্টে শহীদুল আলম বাহাদুর লিখেছেন-“শুভেচ্ছা ও অভিনন্দন। কক্সবাজারের পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব লুৎফুর রহমান কাজল ভাই কক্সবাজার-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক মনোনয়ন পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, আন্তরিকতা ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”
রাজনৈতিক মহল ও সাধারণ ভোটাররা শহীদুল আলম বাহাদুরের এই আচরণকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে প্রশংসার ধারা। অনেকেই মন্তব্য করছেন, “এমন ভদ্রতা ও সৌহার্দ্যই হতে পারে পরিপক্ব রাজনীতির প্রকৃত রূপ।”
চলমান নির্বাচনি উত্তেজনার মাঝে এই সৌহার্দ্যমূলক বার্তা কক্সবাজারের রাজনীতিতে এনে দিয়েছে এক বিরল ইতিবাচক দৃষ্টান্ত।
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না
নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতার মাঝেও জামায়াত-বিএনপির অনন্য দৃষ্টান্ত কক্সবাজারে
নির্বাচনের জন্য ৪৮ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন
বুয়েট শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ইস্যুতে শায়খ আহমাদুল্লাহর স্ট্যাটাস
চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল মালিক ও কর্মচারীর
চবিতে ছাত্রদলের অন্তঃকোন্দল, নির্বাচনের আগে সিনিয়র সহ-সভাপতি বহিষ্কার
আ.লীগ নেতার হিমাগারে মেডিকেল ছাত্রীসহ তিন নারীকে নির্যাতন