প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৪৯:৫৫ || পরিবর্তিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৪৯:৫৫
জাতিসঙ্ঘে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বয়কট করেছে বাংলাদেশসহ মোট ৭৭টি দেশ। ইসরাইলি গণমাধ্যম ইউদিওথ আহরনোথের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসঙ্ঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট ইস্যুতে একটি তদন্ত করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। ওই তদন্তে দেখা গেছে, মোট ৭৭টি দেশ নেতানিয়াহুর ভাষণ বয়কট করেছিল। ফলে নেতানিয়াহুকে অনেকটা খালি কক্ষেই ভাষণ দিতে হয়েছিল।
সূত্রটি আরো জানিয়েছে, গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ ও পশ্চিমতীরকে ইসরাইলের সাথে একীভূত করার মতো স্পর্শকাতর ইস্যুতে সম্পর্কের টানাপোড়েনের মাঝেও সভাকক্ষে উপস্থিত ছিল বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মতো আরব প্রতিনিধিরা। তারা মনোযোগ দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্যও শোনেন। সেজন্য তাদের প্রশংসা করা হয় তদন্ত প্রতিবেদনে।
নেতানিয়াহুর ভাষণ বয়কট করা ৭৭ দেশ হলো টুভালু, তুর্কমেনিস্তান, ইয়েমেন, মিসর, পানামা, সেনেগাল, ফিলিস্তিন, সুদান, তিউনিসিয়া, তুরস্ক, ভেনেজুয়েলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বেলিজ, কঙ্গো, ওমান, কাতার, সৌদি আরব, টোঙ্গা, উজবেকিস্তান, অ্যাঙ্গোলা, বার্বাডোস, কলম্বিয়া, কোমোরোস, ডোমিনিকা, জিবুতি, উত্তর ম্যাসেডোনিয়া, সান মারিনো, দক্ষিণ আফ্রিকা, সোমালিয়া, আলজেরিয়া, বাংলাদেশ, ব্রুনাই দারুস সালাম, ব্রাজিল, চিলি, কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, লাইবেরিয়া, ইরিত্রিয়া, চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লিবিয়া, মৌরিতানিয়া, জর্ডান, নিকারাগুয়া, মাদাগাস্কার, নাইজার, পেরু, সেন্ট লুসিয়া, স্লোভেনিয়া, আফগানিস্তান, বাহামা, বসনিয়া ও হার্জেগোভিনা, বতসোয়ানা, উত্তর কোরিয়া, এসওয়াতিনি, সিরিয়া, উগান্ডা, পাকিস্তান, লেসোথো, বলিভিয়া, স্পেন, কিউবা, নিরক্ষীয় গিনি, ইরান, কিরগিজস্তান, ইরাক, মোজাম্বিক, মায়ানমার, আয়ারল্যান্ড, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, কুয়েত, নামিবিয়া, মালয়েশিয়া, গায়ানা, কেনিয়া।
প্রজন্মনিউজ২৪
উন্মুক্ত মাঠে এবছরের সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করলেন ড. মিজানুর রহমান আজহারী
খুলনায় আগে থেকেই গণসংযোগে জামায়াত, মাঠে নামল বিএনপিও
৯ হাজার তরুণকে প্রশিক্ষণের কারণ জানালেন উপদেষ্টা আসিফ
মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের
“আমেরিকা-ইসরাইল ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে”
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৮ম দিনের মতো চলছে আপিল শুনানি
সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজন নিহত