প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:০২:৪০
প্রজন্ম ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সর্বদলীয় নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন,
“নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের শিক্ষাবিস্তারের মহান দায়িত্ব পালন করছে। তারা ছত্র-ছাত্রীদের মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। তাই তাদের ন্যায্য দাবি সরকারকে অবিলম্বে মেনে নিতে হবে।”
তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে কোনো সরকারই শিক্ষাকে যথাযথ গুরুত্ব দেয়নি। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করতে হলে গোটা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। এজন্য জাতীয় বাজেটের ৬ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেয়ারও আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শিক্ষা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসাইন ভূইয়া, জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, আমার বাংলাদেশ (এবি) পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উমর ফারুক, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক কোরবান আলী, জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিমসহ নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা দীর্ঘদিনের অমীমাংসিত দাবি পূরণে নন-এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর শিক্ষা বিষয়ক সম্পাদকদের সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে সমস্যার সমাধান করার আহ্বান জানান।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন,
“আমরা দুনিয়ার সুখ-শান্তির জন্য সবকিছুই করি। কিন্তু আখিরাতের মুক্তির জন্য তেমন কিছু করি না। তাই ইসলামী শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনার জন্য প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করতে হবে।”
সভাটি কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
প্রজন্ম নিউজ ২৪
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা
বিশ্বকাপ না খেলায় তিন দল নিয়ে শুরু হবে বাংলাদেশের নতুন টুর্নামেন্ট।
এনসিপির নির্বাচনি ইশতেহার ঘোষণা।
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন : মঞ্জু
শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক গ্রন্থ ‘জ্ঞানের জগৎ’-এর মোড়ক উন্মোচন
জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা-কর্মী
সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জমিয়তের নেতারা মাঠে নেমেছেন
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতা বহিষ্কার
গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে– এমন দাবি ভিত্তিহীন : প্রেস উইং
এই নির্বাচন দিকনির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে চলবে: তারেক রহমান