ডাকসু-জাকসুর মতো আগামী নির্বাচনে জামায়াতকে জনগণ ভোট দেবে

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:০২:২৯

ডাকসু-জাকসুর মতো আগামী নির্বাচনে জামায়াতকে জনগণ ভোট দেবে

‘ডাকসু ও জাকসুর হাওয়া সারাদেশে ছড়িয়ে পড়েছে সারাদেশে। আগামী নির্বাচনে দেশের জনগণ জামায়াতে ইসলামীকে এভাবে ভোট দিয়ে সংসদে পাঠাবেন।‘

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘ঢাবিতে যারাই ক্ষমতায় এসেছে শিবিরের ওপর সীমাহীন জুলুম নির্যাতন করেছে। শিবির সন্দেহে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে। হলের ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে। এখন সেই নির্যাতনের শিকার হওয়া শিবিরই সবার নিরাপদ ঠিকানা। ডাকসু ও জাকসুর হাওয়া সারাদেশে ছড়িয়ে পড়েছে সারাদেশে। আগামী নির্বাচনে দেশের জনগণ জামায়াতে ইসলামীকে এভাবে ভোট দিয়ে সংসদে পাঠাবেন।‘

‎‎শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা উলামা বিভাগ আয়োজিত উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎রফিকুল ইসলাম খান বলেন, ‘হাসিনা সরকার দেশকে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বিক্রি করে তাঁবেদারি রাষ্ট্র করার চেষ্টা করছিল। ইসলামকে নির্মূল করার সব আয়োজন সম্পূর্ণ করেছিল। এরই নমুনা হিসেবে মাওলানা নিজামীকে হত্যা করেছে, আব্দুস সোবহানকে নিষ্ঠুরভাবে জেল খানায় হত্যা করা হয়েছে। এছাড়াও ১১ জন কেন্দ্রীয় নেতাকে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছিল ফ্যাসিস্ট পতনের আন্দোলন। যে জনগণ ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছে। নতুন করে কোন ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। ঢাবি ও জাবি থেকেই ইসলাম বিজয়ের সূচনা হয়েছে।’

‎‎তিনি বলেন, ‘সাবেক বিচারপতি এসকে সিনহা ছিল সব নাটের গুরু, পরে শেখ হাসিনার দৌড়ানি খেয়ে পালিয়েছে। জামায়াত শিবিরের সাথে যারাই দুর্ব্যবহার করেছে তারাই পালিয়েছে। অবৈধ বিচারের সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এরা খুনি এদের কোনো ক্ষমা নেই। হাসিনা নিজে পালিয়ে কুল পাননি। নেতাকর্মী এতিম হয়ে গেছে।’

‎‎বিএনপির দুর্নীতি উল্লেখ করে তিনি বলেন, ‘একটি দল ক্ষমতায় থাকতে দুর্নীতিতে পাঁচবারের চাম্পিয়ন হয়েছিল। যার নতুন করে নমুনা ৫ আগস্টের পর দেখিয়েছে। দেশের মালিক মনে করে বালু খাওয়া, পাথর খাওয়া, চাঁদাবাজী, দখলদারিত্ব সহ সকল অপকর্ম করে বেড়াচ্ছে। এরই প্রতিদান এখন পাচ্ছে। ‎আগামীতে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীমুক্ত পরিবেশ সৃষ্টি করতে চাই।’

সাঁথিয়া উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবু হানিফের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য দেন, পাবনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুর রহিম, জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো: ইকবাল হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও জেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেছুর রহমান।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত হচ্ছে, ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর

‘বিএনপির উপর নিরর্ভর করছে এনসিপির সংসদে যাওয়া’

নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের

ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল

বিএনপির এখন ‘না’ বলার কোনো অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

হ্যাঁ’ এবং ‘না’ পোস্টে কেন ফেসবুকে তোলপাড়...

গ্লোবাল চেঞ্জমেকার ফেলো নির্বাচিত হলেন বাংলাদেশের রনি

 ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ