প্রকাশিত: ৩০ মে, ২০২৫ ১২:০৯:২৬
প্রজন্মডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের বিভিন্ন স্থানে চালানো অভিযানে দেশটির চার সেনা ও ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে জড়িত ১২ জন নিহত হয়েছেন।পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এ তথ্য জানিয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
আইএসপিআর জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল এলাকায় একটি চেকপোস্টে হামলার চেষ্টা চালায় ভারত-সমর্থিত খারিজি' বন্দুকধারীরা। তবে এই অপচেষ্টা সাহসিকতার সঙ্গে প্রতিহত করেন সেনাসদস্যরা। পালটা গোলাগুলিতে ছয়জন অস্ত্রধারী নিহত হন।
এই অভিযানে প্রাণ হারিয়েছন— লেফটেন্যান্ট দানিয়াল ইসমাইল (২৪), মর্দান জেলা, নায়েব সুবেদার কাশিফ রেজা (৪২), চকওয়াল জেলা, ল্যান্স নায়েক ফিয়াকত আলি (৩৫), হারিপুর জেলা, সিপাহি মুহাম্মদ হামিদ (২৬)। এদিকে, চিত্রাল জেলায় আরেকটি ভয়াবহ সংঘর্ষে এক অস্ত্রধারী নিহত হয়।
ভলিবল খেলার মাঠে বোমা বিস্ফোরণে আহত ১৭]
কাশ্মীর আমাদের আত্মার অংশ—ভারতের প্রতি ফের কড়া বার্তা পাকিস্তান সেনাপ্রধানের
আইএসপিআর আরও জানিয়েছে, বেলুচিস্তানের লোরালাই জেলায় একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে চারজন ভারত-সমর্থিত অস্ত্রধারী নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই সন্ত্রাসীরা গত বছরের আগস্ট ও চলতি বছরের ফেব্রুয়ারিতে রারাশাম সংলগ্ন এন-৭০ মহাসড়কে হামলার সঙ্গে জড়িত ছিল, যাতে ৩০ জন নিহত হয়। আরেকটি সংঘর্ষে কেচ জেলায় আরও এক অস্ত্রধারী নিহত হয়।
এদিকে, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, 'ফিতনা-ই-হিন্দুস্তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।'
তিনি আরও বলেন, 'সন্ত্রাস দমন অভিযান অব্যাহত থাকবে এবং জাতি একতাবদ্ধ রয়েছে।'
গত মাসে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেন, ভারত তাদের 'অ্যাসেট' বা সন্ত্রাসী নেটওয়ার্ক সক্রিয় করেছে। তিনি 'অপরিহার্য প্রমাণ' পেশ করে বলেন, এই তৎপরতা ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার নির্দেশে হচ্ছে।
প্রজন্ম নিউজ২৪/টিপু
টিউলিপের চিঠির বিষয়ে যা বললেন দুদক চেয়ারম্যান
সেজ্জিল-২: যে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দুঃস্বপ্ন
মার্কিন ঘাঁটিতে হামলার পর রুদ্ধশ্বাস মধ্যরাতে যা যা ঘটলো
জাদুঘরের সামনে বিডিআর সদস্যদের অবস্থান, ‘যমুনা’ ঘেরাওয়ের হুমকি
মার্কিন হামলার ‘কঠিন জবাব’ দেবে ইরান: আমির হাতামি
ইরানে হামলার উদ্দেশ্য নিয়ে যা বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
২ বছর পর স্কোয়াডে নাঈম, যে কারণে নেই সৌম্য
ইসরাইলের পরমাণু কর্মসূচি ফাঁসের নেপথ্যে কে এই ভানুনু?
সংস্কারে ৩ দিনের মধ্যে রোডম্যাপ প্রকাশের আলটিমেটাম রাবি ছাত্রশিবিরের
জুলাই বিপ্লবের সময় শেখ হাসিনা ও বসুন্ধারা গ্রুপের চেয়ারম্যানে বৈঠক