প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪ ১২:৩৬:১০
প্রজন্মডেস্ক: ‘ফেক নিউজ’ বা ভুয়া সংবাদ। বর্তমানে বিষয়টি অনেক ঝুকিপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো প্লাটফর্মে দিন দিন ছড়িয়ে পড়ছে ভুয়া সংবাদ। যা স্বল্পমেয়াদী বৈশ্বিক ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে।জনমত ভুল পথে পরিচালিত করতে ভুয়া সংবাদের দৌরাত্ম্য দেখেই তা নিরসনের উদ্যোগ নেন সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের অধ্যাপক প্রেসলেভ নাকভ। পরে তিনি এই প্রয়োজনীয় টুল তৈরি করেন। এটি চলে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে।
এই টুলের মাধ্যমে ভুয়া সংবাদ শনাক্ত করা অতি সহজ ব্যাপার।‘ফ্রাপে’ শব্দটি হচ্ছে ইংরেজি ফ্রেমিং, পারচুয়েশন এবং প্রপাগান্ডা এক্সপ্লোরার শব্দবন্ধের সংক্ষিপ্ত রূপ। এই ফ্রাপে টুল শুধু কোনো সংবাদের গঠনশৈলীই শনাক্ত করবে না, সংবাদটিতে ভুল তথ্য যুক্ত রয়েছে কি না সেটাও বলে দিতে পারবে।প্রফেসর নাকভ বলেন, ফ্রাপে টুলের মাধ্যমে সংবাদের বিশ্লেষণ, ক্যাটাগরি এবং পাঠকের মতামত ও আবেগের ওপর প্রভাব বিস্তারকারী উপাদান নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে কৃত্রিম বুদ্ধিমত্তা।এরাব নিউজকে দেওয়া এক ম্যারাথন সাক্ষাৎকারে নাকভ বলেন, এই টুল ব্যবহার করে পাঠক নিমেষেই জেনে যেতে পারবে সংবাদটি সঠিক নাকি বেঠিক। এতে ভুল তথ্যের পরিমাণ এবং ইচ্ছাকৃত ভুল তথ্যের মাত্রা ঠিক কতখানি রয়েছে। তিনি জানান, ফ্রাপে টুল ২৩টি ভিন্ন ভিন্ন ভাষার গাঠনিক টেকনিক সম্পর্কে জ্ঞাত। এআই তাকে এই কাজে সহায়তা দেয়। তিনি বলেন, এই টুল ব্যবহার করলে একজন পাঠক এটা সহজেই ধরতে পারবেন, কোন কোন গণমাধ্যম কতখানি গুজব ছড়ায় এবং তথ্যের বিকৃতি ঘটিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে।
প্রজন্মনিউজ২৪/ তারেক
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত, ফল ২১ জুলাই
ইসরাইলকে শাস্তি না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরানের
সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘাতে ৫৯৪ জনের প্রাণহানি
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ২য় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ থাকছে
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ সদস্যকে প্রত্যাহার
এনসিপির কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে পুলিশের বাড়তি নিরাপত্তা
অপরাধীদের ছাড় নয়, কঠোরভাবে দমন করতে হবে : ডিএমপি কমিশনার
৫ দফা দাবিতে জুলাই ঐক্যের কফিন মিছিল কাল ‘১৬ জুলাই’
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল দেড় হাজার, হাসপাতালে ভর্তি ৬১