প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪ ১২:৩৬:১০
প্রজন্মডেস্ক: ‘ফেক নিউজ’ বা ভুয়া সংবাদ। বর্তমানে বিষয়টি অনেক ঝুকিপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো প্লাটফর্মে দিন দিন ছড়িয়ে পড়ছে ভুয়া সংবাদ। যা স্বল্পমেয়াদী বৈশ্বিক ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে।জনমত ভুল পথে পরিচালিত করতে ভুয়া সংবাদের দৌরাত্ম্য দেখেই তা নিরসনের উদ্যোগ নেন সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের অধ্যাপক প্রেসলেভ নাকভ। পরে তিনি এই প্রয়োজনীয় টুল তৈরি করেন। এটি চলে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে।
এই টুলের মাধ্যমে ভুয়া সংবাদ শনাক্ত করা অতি সহজ ব্যাপার।‘ফ্রাপে’ শব্দটি হচ্ছে ইংরেজি ফ্রেমিং, পারচুয়েশন এবং প্রপাগান্ডা এক্সপ্লোরার শব্দবন্ধের সংক্ষিপ্ত রূপ। এই ফ্রাপে টুল শুধু কোনো সংবাদের গঠনশৈলীই শনাক্ত করবে না, সংবাদটিতে ভুল তথ্য যুক্ত রয়েছে কি না সেটাও বলে দিতে পারবে।প্রফেসর নাকভ বলেন, ফ্রাপে টুলের মাধ্যমে সংবাদের বিশ্লেষণ, ক্যাটাগরি এবং পাঠকের মতামত ও আবেগের ওপর প্রভাব বিস্তারকারী উপাদান নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে কৃত্রিম বুদ্ধিমত্তা।এরাব নিউজকে দেওয়া এক ম্যারাথন সাক্ষাৎকারে নাকভ বলেন, এই টুল ব্যবহার করে পাঠক নিমেষেই জেনে যেতে পারবে সংবাদটি সঠিক নাকি বেঠিক। এতে ভুল তথ্যের পরিমাণ এবং ইচ্ছাকৃত ভুল তথ্যের মাত্রা ঠিক কতখানি রয়েছে। তিনি জানান, ফ্রাপে টুল ২৩টি ভিন্ন ভিন্ন ভাষার গাঠনিক টেকনিক সম্পর্কে জ্ঞাত। এআই তাকে এই কাজে সহায়তা দেয়। তিনি বলেন, এই টুল ব্যবহার করলে একজন পাঠক এটা সহজেই ধরতে পারবেন, কোন কোন গণমাধ্যম কতখানি গুজব ছড়ায় এবং তথ্যের বিকৃতি ঘটিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে।
প্রজন্মনিউজ২৪/ তারেক
বিনা পারিশ্রমিকে তৈরি করা হয়েছে ‘শ্বেতপত্র’: ড. দেবপ্রিয়
ডেঙ্গুর গুরুত্ব কমায় বাড়ছে মৃত্যু
ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য কী?
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, রায় স্থগিত চেয়ে আবেদন
পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
কমিশন সিভিল সার্ভিসে ‘ক্যাডার’ শব্দটি বাদ দেওয়ার সুপারিশ করবে
বিসিএসে বাদ পড়ছে ‘ক্যাডার’ শব্দ