ছাত্রকে পিটানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৪ ১০:৫৪:৩৭

ছাত্রকে পিটানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ গোলাপগঞ্জ হাটে ফুল কুড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে থানায় মামলা রুজু, প্রধান শিক্ষককে গ্রেপ্তার আদালতে সোর্পদ করেছে পুলিশ। 

সোমবার সকালে আহত ছাত্রের মা বীরগঞ্জ থানায় মামলাটি করেন। মারাপিটের ঘটনার  উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিতভাবে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

 গত রবিবার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জহাটে ফুল কুড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ১০ম শ্রেণির ছাত্রকে মারধরের ঘটনাটি ঘটেছে। 

আহত শিক্ষার্থীর নাম লাবিব আহম্মেদ লুহিন। সে ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র। বর্তমানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ, ফুল কুড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন দশম শ্রেণির লাবিব আহম্মেদ লুহিন নির্ধারিত পোশাক ইউনিফর্ম  পরিধান না করে স্কুলে আসলে প্রধান শিক্ষক একরামুল হক ও তাঁর স্ত্রী আফরোজা খতুন ক্ষিপ্ত হয়ে ক্যারাটি কায়দায় শরীরের বিভিন্ন স্থানে মারধর করায় মারাত্মক জখমসহ আহত করে।

এ ঘটনায় সকালে ওই শিক্ষককে আসামি করে বীরগঞ্জ থানায় মামলা করেন লুহিনের মা লিপি আক্তার। এ ঘটনায় রাতেই  ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা ও শিক্ষক একরামুল হক কে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন বীরগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর  রহমান।


প্রজন্মনিউজ২৪/এইচআরসি

এ সম্পর্কিত খবর

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এপ্রিল ২০২৪ এইচআরএসএস এর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন।

খালে ভাসছে বাঘের দেহ! 

সম্মানহানির বিচার চেয়ে জবি শিক্ষকের বিরুদ্ধে ডীনের অভিযোগ

ধুনটে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসেবার কমিটি গঠন 

শিক্ষামন্ত্রীসহ সরকারের পদত্যাগের দাবি জানালেন জয়নুল আবদিন ফারুক

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে খাবার পানি, স্যালাইন এবং গামছা বিতরণ অনুষ্ঠিত

সময় তিন অক্ষরের এক ছোট নাম কত মূল্যবান

সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা

সিলেট নগরীর সুরমা টাওয়ার থেকে পড়ে সিসিকের এক কর্মচারির মৃত্যু

পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইঞ্জিনিয়ার নিহত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ