রমজানে "সচেতন নাগরিক ফোরাম-সনাফ" এর নানা আয়োজন

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৪ ১০:২১:৩২ || পরিবর্তিত: ১৪ এপ্রিল, ২০২৪ ১০:২১:৩২

রমজানে

রংপুর প্রতিনিধি: গত ৮ ই এপ্রিল ২৪, ধর্মেশ্বর মহেশা দীমু-খী উচ্চ বিদ্যালয় এর অডিটোরিয়াম রুমে "সচেতন নাগরিক ফোরাম-সনাফ" এর উদ্যোগে অসহায় ও এতিম বাচ্চাদের ঈদ উপহার ও তাদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেন। উক্ত ইফতার মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম স্যার। তিনি বলেন, আমাদের সকলের উচিত অসহায় ও এতিম মানুষের পাশে দাঁড়ানো তবে আজকের এই সুন্দর আয়োজন‌টি যারা করেছে তাদের সকলকে আমার অন্তরের  অন্তঃস্থল থেকে মোবারকবাদ।

প্রধান আলোচক মাওলানা রবিউল ইসলাম ইমান ও আম‌লের কথা ব‌লেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি-মুমিন মিল্লাত । তি‌নি ব‌লেন, গতবছর জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে সারা দেশে প্রায় ৪২ হাজার মাদকের মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ৫১ হাজার ৮৩৪ জনকে। গ্রেপ্তার করা হয়েছে ১১ হাজার ২৩১ জনকে। গ্রেপ্তারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী খুঁজে পাচ্ছে না ৪০ হাজার ৬০৩ জনকে। আর এই মাদ‌কের স‌ঙ্গে জ‌রিত বে‌শিরভাগই ছাত্ররাজনী‌তির স‌ঙ্গে জ‌রিত নেতা-কর্মীরা। গ্রাম থেকে শহর, বর্তমানে সবখানে মাদকের বিস্তার ঘটেছে। মাদকের কারণে সন্তানদের নিয়ে অসহায় অভিভাবকরা। এর থে‌কে বাঁচার জন‌্য আমা‌দের‌কে ইসলামের দি‌কে ফি‌রে আস‌তে হ‌বে। পা‌রিবা‌রিক ভা‌বে সন্তান‌দের সময় দি‌তে হ‌বে, সাহাবা‌দের জীবনী পড়াতে হ‌বে। তি‌নি আর ব‌লেন সমকামিতা নি‌য়ে, শিক্ষাক্রম, কিশোর গ‌্যাঙ্গ, অপসংস্কৃ‌তি ইত‌্যা‌দি।

সনাফের সভাপ‌তি মামুন ভূঁইয়া ব‌লেন, আমা‌দের নানা কর্মসূচির মাধ্যমে মানু‌ষের মা‌ঝে স‌চেতনতা তৈ‌রি এবং সমাজের বিত্তশালীদেরকে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান করে থা‌কি । তবে আজ এই এতিম ও অসহায় মানুষ‌দের জন‌্য ঈদ উপহার,  ফুডপ‌্যাক বিতরণ এবং ইফতার আয়োজন করার জন‌্য যারা অর্থ ও সময় দি‌য়ে সহ‌যোগীতা ক‌রে‌ছেন তা‌দের সকল‌কে ধন‌্যবাদ।

"সনা‌ফের" সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নান্নু আমা‌দে‌র কে বলেন, আমরা প্রতিবছর নানা ধর‌নে স্বেচ্ছাসেবামূরালক আয়োজন করে থাকি, তারই ধারাবাহিকতায় এ বছরেও এতিম ও অসহায় মানুষ‌দের জন‌্য ঈদ উপহার,  ফুডপ‌্যাক বিতরণ এবং ইফতার আয়োজন করেছি।

নান্নু আরো ব‌লেন, আমা‌দের বি‌ভিন্ন কর্মসূ‌চির ম‌ধ্যে "নিরাপদ সড়ক চাই" কর্মসূ‌চির ম‌াধ্যমে আমরা মীরবা‌গে ফ্লাইওভার পে‌য়ে‌ছি এর জন‌্য ধন‌্যবাদ দি‌বো বর্তমান চেয়ারম‌্যান আব্দুল ম‌জিদ কে । ত‌বে আমা‌দের আর ক‌য়েক‌টি দা‌বি এখ‌নো পূরন হয়‌নি। আমা‌দের আর এক‌টি উল্লেখযোগ্য দা‌বি ছি‌লো রাস্তায় লেন ব‌্যবহার করা। আমরা লক্ষ কর‌ছি 'লেন' না থাকার কার‌নে মানুষ ফ্লাই ওভা‌রে উঠ‌ছেনা।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছি‌লেন অত্র বিদ‌্যাল‌য়ের বি‌ভিন্ন শিক্ষক, ২নং ওয়ার্ড মেম্বার, বি‌শিষ্ট ব্যবসায়ী বৃন্দ ও সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা ।


প্রজন্মনিউজ২৪/এইচআরসি

এ সম্পর্কিত খবর

ধুনটে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসেবার কমিটি গঠন 

শিক্ষামন্ত্রীসহ সরকারের পদত্যাগের দাবি জানালেন জয়নুল আবদিন ফারুক

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে খাবার পানি, স্যালাইন এবং গামছা বিতরণ অনুষ্ঠিত

সিলেট নগরীর সুরমা টাওয়ার থেকে পড়ে সিসিকের এক কর্মচারির মৃত্যু

পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইঞ্জিনিয়ার নিহত

বেরোবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, মহাসড়ক অবরোধ

অনুশীলনে চোট পেয়েছেন লিটন

টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, মূল অভিযুক্তসহ ৬ আসামি গ্রেপ্তার

লাশের সুরক্ষা আইন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল

খুলনায় পানি ও স্যালাইন বিতরণ করে ছাত্রশিবির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ