ব্যবসায়ীর গুদাম ঘর থেকে সরকারি চাল জব্দ করল ইউএনও

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৪ ১১:২৩:৫৯

ব্যবসায়ীর গুদাম ঘর থেকে সরকারি চাল জব্দ করল ইউএনও

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে বিনামূল্যে ভিজিএফর খাদ্যশস্যে চাল একটি বেসরকারি গুদাম থেকে জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট মধ্য ঝাড়গাঁও এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মেহেদী হাসকিং মিলের গুদাম ঘর থেকে খাদ্য অধিদপ্তরের নাম সংযুক্ত ১৩ বস্তা চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আখানগর ইউনিয়নে ঈদ উল ফিতর উপলক্ষে ১ হাজার ৫৬৫জন দরিদ্রের মাঝে ১০কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। তবে চাল বিতরণ শেষ হলেও  ভিজিএফের চাল মজুদ রয়েছে ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে।
এমন খবরে ছুটে যান গণমাধ্যমকর্মীরা। সত্যতা পেয়ে খবন দেয়া হয় প্রশাসনের কর্মকর্তাদের। পরে ওই ইউনিয়নের ভেলারহাট বাজারে ছুটে যান সহকারি কমিশনার (ভূমি) ও ইউএনও। এ সময় ওই গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের ১৩ বস্তা চাল জব্দ করেন। পরে চালের বস্তাগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়।

এসময় চাল ব্যবসায়ী মুসলিম উদ্দিন জানান, কার্ডধারিরা তার কাছে বিক্রি করেছে বলেই তিনি ক্রয় করে গুদামে রেখেছে। এখানে তাঁর কোন দোষ নেই বলে জানান তিনি।

আর এ বিষয়ে আখানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রোমান বাদশা বলেন, তিনজন কার্ডধারিকে একটি বস্তা দেয়া হয়। যেহেতে ভিজিএফের চালগুলো খাওয়ার অনুপযোগী স্বাভাবিকভাবে তারা বিক্রি করতে পারেন। চালগুলো জব্দ করে পরিষদে রাখা হয়েছে। পরবর্তিতে প্রশাসন কার্যত প্রদক্ষেপ নিবেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন ১৩ বস্তা চাল জব্দের বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, এসব চাল ব্যবসায়ী মুসলিম উদ্দিন কীভাবে ক্রয় করেছেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, গতকাল সকালে সদরের আক্চা ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যের ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন। এ সময় আকচা ইউনিয়নের কার্ডধারী ২ হাজার ২৫০টি অসহায় ও দরিদ্র পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যের ২২ হাজার ৫০০ কেজি চাল বিতরণ করা হয়।

আর বিনামূল্যের ভিজিএফ চাল পেয়ে অসহায় ও দরিদ্র মানুষেরা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেয় বলে জানান, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন।


প্রন্মনিউজ২৪/এইচআরসি

এ সম্পর্কিত খবর

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এপ্রিল ২০২৪ এইচআরএসএস এর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন।

খালে ভাসছে বাঘের দেহ! 

সম্মানহানির বিচার চেয়ে জবি শিক্ষকের বিরুদ্ধে ডীনের অভিযোগ

ধুনটে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসেবার কমিটি গঠন 

শিক্ষামন্ত্রীসহ সরকারের পদত্যাগের দাবি জানালেন জয়নুল আবদিন ফারুক

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে খাবার পানি, স্যালাইন এবং গামছা বিতরণ অনুষ্ঠিত

সময় তিন অক্ষরের এক ছোট নাম কত মূল্যবান

সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা

সিলেট নগরীর সুরমা টাওয়ার থেকে পড়ে সিসিকের এক কর্মচারির মৃত্যু

পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইঞ্জিনিয়ার নিহত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ