বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে বিআরইউডিএফের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৪ ০১:৩৮:২৪

বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে বিআরইউডিএফের ইফতার মাহফিল অনুষ্ঠিত


বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দ্বারা পরিচালিত সংগঠন (বিআরইউডিএফ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট এসোসিয়েশন কর্তৃক বিতর্ক প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং এর মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৩ টা ৩০ মিনিটে কবি হায়াত মাহমুদ ভবনে পাবলিক স্পিকিং এবং বিআরইউডিএফ এর আন্ত:হাউজ শহীদ মুখতার ইলাহি হাউজ এবং বেগম রোকেয়া হাউজের সাথে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম, উপস্থিত ছিলেন সৈয়দ আরিফুল ইসলাম, উপস্থিত ছিলেন বিআরইউডিএফ এর  উপস্থিত ছিলেন বিআরইউডিএফ এর সভাপতি ইসরত জাহন টুম্পা, উপস্থিত ছিলেন বিআরইউডিএফ এর সেক্রেটারি জেনারেল রিশাদ নূরসহ বিআরইউডিএফ এর অন্যান্য সদস্যরা। 

উক্ত মাহফিলে লোক প্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম বলেন, ওয়েস্টানকে ফলো করতে করতে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ভুলতে ভুলতে বসেছি। অতীতে যেমন ইংরেজরা আমাদের শাসন করে আমাদের সম্পদ লুটপাট করেছে বর্তামানে ও ওয়েস্টানরা আমাদের লুটপাট করেছে আর সেটা হচ্ছে বুদ্ধি। যুক্তি তর্ক এমন এক প্রতিযোগিতা যেখানে বুদ্ধি এবং যুক্তি দিয়ে প্রতিযোগিতা হয় এবং তিনি তিনি বিতর্কিকদের উদ্দেশ্য বেশি বেশি বই পড়ার জন্য উপদেশ দেন।

বিআরইউডিএফ এর সভাপতি ইসরাত জাহান টুম্পা বলেন, আজকে আন্ত: হাউজের বির্তকে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানান। এবং ইফতার মাহফিল আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন। ইফতার মাহফিল শেষাংশে বিআরইউডিএফ এর সদস্যরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম এর জন্মদিনের কেক কেটে উদযাপন করেন।


প্রজন্মনিউজ২৪/আরা
 

এ সম্পর্কিত খবর

খুলনার নর্দান ইউনিভার্সিটিতে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পরিদর্শন এবং "সেন্টার অব এক্সিলেন্স" এর উদ্বোধন

পবিপ্রবি ও ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি

বশেমুরবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে " এ " ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি হার ৮৭•৮৫ শতাংশ

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জীববিজ্ঞানের অনুবাদমূলক গবেষণা নিয়ে রাবিতে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজিত

‘ডামি’ সরকারের উন্নয়নের ভেল্কিবাজীতেবাংলাদেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী

নির্বিঘ্নে সম্পন্ন হাবিপ্রবি কেন্দ্রের গুচ্ছ ভর্তি পরীক্ষা

আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার না বাংলাদেশের

ইউপি সদস্য কর্তৃক অসহায় নারীকে ধর্ষণ এক লক্ষ টাকায় ধামাচাপা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ