হাবিপ্রবি গণতান্ত্রিক শিক্ষক পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৪ ০৫:৩৯:৪৬

হাবিপ্রবি গণতান্ত্রিক শিক্ষক পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি:হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের অন্যতম সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা ও মুল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা এবং দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) উৎসব মুখর পরিবেশে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির নবনির্বাচিত কমিটি ও সাবেক আহবায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের গত তিন মাসের আহবায়ক কমিটির কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন সাবেক আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. শ্রীপতি সিকদার। সভায় নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. ফাহিমা খানম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শ্রীপতি সিকদারের নেতৃত্বাধীন নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন গত আহবায়ক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান।

দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক আহবায়ক কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন সেইসাথে সুষ্ঠ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তীতে সকল সদস্যের সম্মতিক্রমে রমজান মাসে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন তারা।


উল্লেখ্য, গত ১০ মার্চ সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২০২৬ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফাহিমা খানম, সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইরি এন্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আফরোজা খাতুন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. গোলাম রাব্বানী ও অ্যানিমেল সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. উম্মে সালমা।

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফসল শরীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শ্রীপতি সিকদার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল বিভাগের অধ্যাপক ড. মো. মফিজউল ইসলাম ও জেনেটিক্স এন্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগ এর অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন কোষাধাক্ষ পদে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহাবুব হোসেন, প্রচার সম্পাদক পদে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল মোমিন শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহরাব হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন দুরুদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবায়দুল্লাহ সাদ্দাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে উদ্ভিদতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুর রহমান, দপ্তর সম্পাদক পদে ফসল শরীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। এছাড়াও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমান, অধ্যাপক ড. ইমরান পারভেজ, অধ্যাপক ড. তারিকুল ইসলাম, ডা. সাব্বির হোসেন সবুজ, মীর তুহিন বিল্লাহ, ডা. নাজমী আরা রুমি, কে এইচ নাজমুল আহসান, মো. বেলাল হোসেন, ইয়াসমিন আরা এবং মো. রাশিদুল হক।


প্রজন্মনিউজ২৪/এমএম
 

এ সম্পর্কিত খবর

খুলনার নর্দান ইউনিভার্সিটিতে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পরিদর্শন এবং "সেন্টার অব এক্সিলেন্স" এর উদ্বোধন

পবিপ্রবি ও ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি

বশেমুরবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে " এ " ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি হার ৮৭•৮৫ শতাংশ

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জীববিজ্ঞানের অনুবাদমূলক গবেষণা নিয়ে রাবিতে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজিত

মেয়েকে বিয়ে দিতে না চাওয়ায় অপহরনের স্বীকার তরুনী

নির্বিঘ্নে সম্পন্ন হাবিপ্রবি কেন্দ্রের গুচ্ছ ভর্তি পরীক্ষা

আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার না বাংলাদেশের

ইউপি সদস্য কর্তৃক অসহায় নারীকে ধর্ষণ এক লক্ষ টাকায় ধামাচাপা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ