বাগেরহাটে ৫ দিন ব্যাপি কাব ক্যাম্পপুরী শুরু

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৪ ০৩:৩৪:১০ || পরিবর্তিত: ০৯ মার্চ, ২০২৪ ০৩:৩৪:১০

বাগেরহাটে ৫ দিন ব্যাপি কাব ক্যাম্পপুরী শুরু


বাগেরহাট প্রতিনিধি: “করব কাবিং খেলার ছলে,স্মার্ট বাংলাদেশ গড়ব বলে”এই স্লোগান নিয়ে বাগেরহাটে ৫ দিন ব্যাপি জেলা কাব স্কাউট ক্যাম্পপুরি শুরু হয়েছে।শুক্রবার(০৮ মার্চ)বিকেলে খানজাহান আলী কলেজ মাঠে এই ক্যাম্পপুরির উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস‘র সভাপতি মো.আবুল কালাম আজাদ এমপি।

জেলা প্রশাসক মো.খালিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সভাপতি ও যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড ,মোঃ আহসান হাবীব,বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.ভূইয়া হেমায়েত উদ্দিন,খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দিন রাখি,বাগেরহাট জেলা স্কাউটস কমিশনার মো.আসাদুল কবির, অধ্যাপক বুলবুল কবির, শেখ হায়দার আলী বাবুসহ স্কাউটস‘র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ক্যাম্পপুরিতে ৯টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর ৫০টি ইউনিট অংশগ্রহন করেছে। অংশগ্রহনকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬ থেকে ১১ বছর বয়সী
৩০০ জন শিক্ষার্থীকে কিচির মিচির, আপনঘর,জ্ঞান-জিজ্ঞাসা,কাব কার্নিভাল ও খেলার জগৎ শেখানো হবে। এই ক্যাম্পপুরি সম্পন্ন করার জন্য স্কাউটস একশ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন ।


প্রজন্মনিউজ২৪/এআরএ 
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ