‘সীমান্তে প্রাণহানিকে হত্যা বলা যাবে না’

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৪ ০১:১৮:১০

‘সীমান্তে প্রাণহানিকে হত্যা বলা যাবে না’

অনলাইন প্রজন্ম: সীমান্তে প্রাণহানিকে ‘হত্যা’ হিসেবে দেখা যাবে না— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে চার দিনব্যাপী ডিসি সম্মেলন। 
মঙ্গলবার (৫ মার্চ) সম্মেলনের তৃতীয় দিনের কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড পরিকল্পিত কিছু না। এটি দুর্ঘটনা। এতে দুইপক্ষেরই দোষ থাকে।

সম্মেলনে তারিক আহমেদ সিদ্দিক বলেন, দেশের সংকটে সিভিল প্রশাসন এবং সেনাবাহিনী একযোগে কাজ করবে। কখনোই মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যুতে বাংলাদেশ নাক গলায় না। তবে সীমান্তের ওপার থেকে কোনো নিরাপত্তা শঙ্কা থাকলে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের জেলেরা ইলিশসহ অন্যান্য মাছ অবৈধভাবে আহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে জেলা প্রশাসকদের।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ইস্যুতেও কথা বলেন প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। তিনি বলেন, এসব ঘটনার পেছনে নাশকতা আছে কিনা- সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


প্রজন্মনিউজ২৪/এএন
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ