বেইলি রোডে অগ্নিঘটনায় বিএনপি মহাসচিবের শোকবার্তা

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৪ ০৩:১৫:৪৬

বেইলি রোডে অগ্নিঘটনায় বিএনপি মহাসচিবের শোকবার্তা

প্রজন্ম অনলাইন: বেইলি রোডে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তা প্রদান করেন। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) রাতে রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুনে ৪৫ জনের হৃদয়বিদারক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, গতকাল রাত পৌনে দশটায় রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকান্ডে এ পর্যন্ত ৪৫ জনের নির্মম মৃত্যু এবং এখনও হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারী অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, গতরাতে বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ও আহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। 

তিনি আরও বলেন, দেশে আইনের শাসন না থাকলে দূর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে। কারণ সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। ফলে সমাজে নৈরাজ্য বিরাজ করে বলেই নানা দূর্ঘটনা ঘটে ও মানুষের প্রাণ ঝরে যায়। 

বিএনপি মহাসচিব তার শোকবার্তায় অগ্নিকান্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের সুস্থতা কামনা করেন।


প্রজন্মনিউজ২৪/এএন

এ সম্পর্কিত খবর

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

আ. লীগ নেতারা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে

ওমরা পালনে সস্ত্রীক সৌদি যাচ্ছেন মির্জা ফখরুল

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এপ্রিল ২০২৪ এইচআরএসএস এর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন।

শিক্ষামন্ত্রীসহ সরকারের পদত্যাগের দাবি জানালেন জয়নুল আবদিন ফারুক

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জয়নুল আবদিন ফারুকের

শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি সংকল্পবদ্ধ : মির্জা ফখরুল

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেও বিএনপির বিপুল প্রার্থী

বিদেশ যেতে চান আমান উল্লাহ আমান, শুনানি ৫ মে

দাদা এমদাদের দাদাগিরি দুদকের জালে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ