হাবিপ্রবি'তে পূজা মণ্ডপ ভাঙার ঘটনা বানোয়াট : পূজা উদযাপন কমিটি

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৬:৩৩:৩৪

হাবিপ্রবি'তে পূজা মণ্ডপ ভাঙার ঘটনা বানোয়াট : পূজা উদযাপন কমিটি

অনলাইন ডেস্ক: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গত ১৪ই ফেব্রুয়ারি (বুধবার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

ঐদিন বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল মাঠে সকাল ৮ টায় প্রতিমা স্থাপন, ৮.৩০ টায় পূজা আরম্ভ, ৯.৩০ টায় অঞ্জলি প্রদান, ১১ টায় প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬ টায় সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরদিন সকাল ১০ টায় যথাযোগ্য মর্যাদায় প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে পূজা সুষ্ঠভাবে সম্পন্ন হয়। পূজায় হিন্দু শিক্ষার্থীরা দেবী সরস্বতীর কাছে বিদ্যা প্রার্থনা করেন।

সরস্বতী পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সরস্বতী পূজা উদযাপন কমিটি ২০২৪ এর আহ্বায়ক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, সদস্য সচিব কৃষ্ণ চন্দ্র রায়, প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মাহাবুব হোসেন, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার এবং হিন্দুধর্মের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা চলাকালীন পূজা মন্ডপ ভাঙ্গা ও হিন্দু-মুসলিম শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ নিয়ে ভুয়া এবং বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ 'Hindu Voice' 'Voice of Bangladeshi Hindus' সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছড়ানো হচ্ছে। যা সম্পূর্ন মিথ্যা এবং বিভ্রান্তিকর। উক্ত যোগাযোগ মাধ্যমগুলোয় যেসব তথ্য প্রমাণ (ছবি ও ভিডিও) তুলে ধরা হয়েছে সেগুলো মন্দিরের দাবিতে আন্দোলনরত সনাতন শিক্ষার্থীদের সাথে প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কথোপকথনের চিত্র যা অনুষ্ঠিত সরস্বতী পূজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট নয়। এ ধরনের তথ্য প্রকাশের আগে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সত্যতা যাচাইপূর্বক প্রকাশের জন্য অনুরোধ করা হলো। এছাড়াও ক্যাম্পাসের মধ্যে অনুমোদনবিহীন ভাবে ধর্মীয় বা যে কোন ধরনের স্থাপনা নির্মাণ কাম্য নয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। 


প্রজন্মনিউজ২৪/এফএইচ

এ সম্পর্কিত খবর

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এপ্রিল ২০২৪ এইচআরএসএস এর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন।

খালে ভাসছে বাঘের দেহ! 

সম্মানহানির বিচার চেয়ে জবি শিক্ষকের বিরুদ্ধে ডীনের অভিযোগ

ধুনটে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসেবার কমিটি গঠন 

শিক্ষামন্ত্রীসহ সরকারের পদত্যাগের দাবি জানালেন জয়নুল আবদিন ফারুক

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে খাবার পানি, স্যালাইন এবং গামছা বিতরণ অনুষ্ঠিত

সময় তিন অক্ষরের এক ছোট নাম কত মূল্যবান

সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা

সিলেট নগরীর সুরমা টাওয়ার থেকে পড়ে সিসিকের এক কর্মচারির মৃত্যু

পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইঞ্জিনিয়ার নিহত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ