রাবির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আশরাফুল ইসলাম

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:১৩:৪৭

রাবির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আশরাফুল ইসলাম

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আশরাফুল ইসলাম খান। তিনি পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপকের দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন। তিনি রাবি থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি (অনার্স), এমএসসি ও এমফিল ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে তিনি জাপান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

অধ্যাপক আশরাফুল ইসলাম খান ২০০১ সালে রাবির পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। শিক্ষকতার পাশাপাশি রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। তাঁর উল্লেখযোগ্য সংখ্যাক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে ও বেশ কয়েকটি গবেষণা তত্ত্বাবধান করেছেন তিনি। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলসহ অন্যান্য কয়েকটি বুদ্ধিবৃত্তিক ও পেশাজীবী সংস্থার সাথে তিনি সংশ্লিষ্ট আছেন।


প্রজন্মনিউজ২৪এফএইচ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ