কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান ড. মো. নিজামুল করিম

প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪ ০৭:২০:১২

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান ড. মো. নিজামুল করিম

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ড. মো. নিজামুল করিম। এর আগে তিনি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম)‘এর মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ—সচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।

বর্ণাঢ্য জীবন

ড. মো. নিজামুল করিম ১৯৬৬ সালে কুমিল্লা জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীণ র্হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস), রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে Social Responsibility of Private Sector Business in Bangladesh- A Study of Selected Enterprizes— শীর্ষক শিরোনামে গবেষণা সমাপ্ত করে ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। ১৯৯৩ সালে ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক পদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। পেশাগত জীবনে তিনি ব্যবস্থাপনা বিষয়ে অধ্যাপনাসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। নায়েম—এ যোগদানের পূর্বে তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড— এর সচিব, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও মার্কেটিং বিভাগের প্রধান, টিকিউআই—২ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (অর্থ ও প্রশাসন), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লায় কলেজ পরিদর্শক, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে—বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। নায়েমে বুনিয়াদি প্রশিক্ষণসহ অফিস ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা কোর্সে অংশগ্রহণ করেন। ব্যুরো অব ইকনমিক রিসার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকনমিক রিফর্ম ইস্যুজ, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার থেকে Training of Teachers, সিপিটিইউ এর মাধ্যমে বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট থেকে প্রকিউরমেন্ট অব গুড এন্ড সার্ভিসেস প্রশিক্ষণ গ্রহণ করেন। তাছাড়াও ভারতের নয়াদিল্লির টাটা কনসালটেনসি থেকে Office Automation and Training Management বিষয়ে সার্টিফিকেট কোর্স, কানাডার কুইন্স ইউনিভারর্সিটি থেকে Educational Leadership, এমআইটি, নিউজিল্যান্ড ও ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিডনি, অস্ট্রেলিয়া থেকে Instructional Materials Development বিষয়ে সর্টিফিকেট কোর্স সমাপ্ত করেন। শ্রীলঙ্কার ইউনির্ভাসিটি অব কলম্বো Curriculum and Text book Development বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি পাঠ্যপুস্তক রচনাসহ বিভিন্ন বিষয়ে লেখালেখিতে সম্প্রক্তি রয়েছেন। পাঠ্যপুস্তকের সহলেখক হিসেবে রচনাসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ বিনিমার্ণে নিয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মশিশু ও কিশোরদের জানানোর জন্য ‘‘মাদার অব হিউমিনিটি—শেখ হাসিনা’’ বইটি রচনা করেন। ব্যক্তিগতভাবে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তাঁর পরিবার।


প্রজন্মনিউজ২৪/এম এইচ

এ সম্পর্কিত খবর

সম্মানহানির বিচার চেয়ে জবি শিক্ষকের বিরুদ্ধে ডীনের অভিযোগ

শিক্ষামন্ত্রীসহ সরকারের পদত্যাগের দাবি জানালেন জয়নুল আবদিন ফারুক

সিলেট নগরীর সুরমা টাওয়ার থেকে পড়ে সিসিকের এক কর্মচারির মৃত্যু

পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইঞ্জিনিয়ার নিহত

টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, মূল অভিযুক্তসহ ৬ আসামি গ্রেপ্তার

লাশের সুরক্ষা আইন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল

জয় বাংলা ব্লাড স্কিমের আড়ালে সিট দখলের অভিনব কৌশল রাবি ছাত্রলীগের

১০ বছর পর সমাবর্তন করতে যাচ্ছে গণবিশ্ববিদ্যালয়

শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি সংকল্পবদ্ধ : মির্জা ফখরুল

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ