মুশফিকের ও সাকিবের জুটিতে, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর লড়াই

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৩ ০৫:১৮:৩১

মুশফিকের ও সাকিবের জুটিতে, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর লড়াই

খেলা প্রতিনিধি: মুশফিক-সাকিবের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় টাইগাররা। জমে উঠেছে তাদের জুটি। মুশফিকুর রহিম তুলে নিয়েছেন ফিফটি। সাকিব চেষ্টা করছেন সঙ্গ দিতে।

৫২ বলে ফিফটি পূরণ করেন মুশফিক। ভারত বিশ্বকাপে যা তার দ্বিতীয় অর্ধশতক। এর আগে গত ইংল্যান্ড ম্যাচেও ৫০ পাড়ি দিয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার।

মুশফিক যখন মাঠে নামেন, অবস্থা খুব একটা ভালো ছিল না দলের। ১২.১ ওভারে মাত্র ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংরাদেশ দল। সেখান থেকে অধিনায়ক সাকিবকে নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন মুশফিক।

মুশফিক স্বাচ্ছন্দ্যে খেললেও খুব একটা সাবলীল নয় সাকিব, প্রতিটা রান নিতে তাকে বেশ ভুগতে হচ্ছে। স্কোরবোর্ডেও যা দৃশ্যমান। মুশফিক যেখানে ৫৫ বলে ৫২ করে ফেলেছেন, সাকিবের সংগ্রহ তখন ৪৫ বলে ২৪।

সব মিলিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ২৮.১ ওভারে ৪ উইকেটে ১৩৪ রান

এর আগে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। খেলতে নেমেই প্রথম বলে উইকেট বিলিয়ে আসেন লিটন। এরপর মিরাজ ও তামিম মিলে ৪০ রান যোগ করলেও ইনিংস বড় করতে পারেননি কেউ।

মিরাজ ৩০ ও তামিম আউট হন ১৬ রানে। চারে নেমে ব্যর্থ ছিলেন নাজমুল হোসেন শান্তও। আউট হন ৮ বলে ৭ রানে। ৫৬ রানেই ৪ উইকেট হারায়  টাইগাররা।


প্রজন্মনিউজ২৪/ইবান

এ সম্পর্কিত খবর

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এপ্রিল ২০২৪ এইচআরএসএস এর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন।

খালে ভাসছে বাঘের দেহ! 

সম্মানহানির বিচার চেয়ে জবি শিক্ষকের বিরুদ্ধে ডীনের অভিযোগ

ধুনটে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসেবার কমিটি গঠন 

শিক্ষামন্ত্রীসহ সরকারের পদত্যাগের দাবি জানালেন জয়নুল আবদিন ফারুক

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে খাবার পানি, স্যালাইন এবং গামছা বিতরণ অনুষ্ঠিত

সময় তিন অক্ষরের এক ছোট নাম কত মূল্যবান

সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা

সিলেট নগরীর সুরমা টাওয়ার থেকে পড়ে সিসিকের এক কর্মচারির মৃত্যু

পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইঞ্জিনিয়ার নিহত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ