শরতে স্নিগ্ধতা ছড়াচ্ছে শুভ্র কাশফুল: দর্শনার্থীদের ভিড়

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:৫৯:৩৯

শরতে স্নিগ্ধতা ছড়াচ্ছে শুভ্র কাশফুল: দর্শনার্থীদের ভিড়

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: শরতের আগমনে প্রকৃতি আরো নান্দনিক হয়ে ওঠে।নীল আকাশে খণ্ড খণ্ড মেঘদলের আনাগোনা। শরৎ বিভিন্ন ফুলের শোভা ছড়িয়ে দেয়। কাশফুল যার অন্যতম আকর্ষণ।

শরতের এ সময়ে কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে বহ্মপুত্র নদের তীরে কাশফুলে ছেয়ে গেছে। কাশবন এখন দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কাশফুলের শুভ্রতা প্রকৃতিতে ভিন্নরূপ দিয়েছে।

কাশফুলের এ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। কর্মব্যস্ততার ফাঁকে প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটাতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন তারা।
কাশফুলের অপরূপ রূপ সবাইকে মুগ্ধ করে।

তারা জানান,"শরতের অন্যতম আকর্ষণ কাশফুল, যেখানে কাশফুল থাকবে সেখানে প্রকৃতি প্রেমীরা আসবে।" 

এখানে এসে কয়েকজন ফুল ছিড়ে নিয়ে যায়।যা অনেককেই পীড়া দেয়। তাদের দাবি, কাশফুল কাশবনে সুন্দর, ছিড়ে নিয়ে যাওয়ার মাধ্যমে সৌন্দর্য  নষ্ট হচ্ছে।
অনেকেই ঘুরতে এসে বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন।

তারা বলেন, আমরা দূর থেকে এসেছি সৌন্দর্য উপভোগ করার জন্য,এখানে এসে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। অনেকে কাশফুলের সুযোগ নিয়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে।চারদিকে মাদকাসক্ত ও বখাটে ছেলেরা ঘুরে বেড়ায়।যা পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসা মানুষদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে।
এ ধরণের কর্মকাণ্ড বন্ধে তারা প্রশাসনের নজরদারি বাড়ানো সহ কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান


প্রজন্মনিউজ২৪/এএএম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ