নৌকায় ভোট দিয়ে সকল অপশক্তিকে পরাজিত করতে হবে : পলক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:৫৩:১২

নৌকায় ভোট দিয়ে সকল অপশক্তিকে পরাজিত করতে হবে : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে অন্যায়ের বিরুদ্ধে। আর সেই খেলায় বঙ্গবন্ধুর সৈনিকরা জিতবে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৮ একর জমির ওপর ৮০ কোটি টাকা ব্যয়ে এই শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটি নির্মিত হচ্ছে। ২০২৫ সালে এর নির্মাণকাজ সম্পন্ন হবে। এরপর আর এ এলাকার কোনো যুবক-যুবতীকে কাজের জন্য দৌড়াতে হবে না, বিদেশে যেতে হবে না। এখানেই কাজ শিখে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিয়ে সকল অপশক্তিকে পরাজিত করতে হবে।

নতুন আইসিটি আইনে সাংবাদিকদের কোনো অসুবিধা হবে না বলেও জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সংসদ সদস্য মো. আবু জাহির।

পরে বেলা ১১টায় জেলা শিল্পকলায় ডিজিটাল বাংলাদেশ টু স্মার্ট বাংলাদেশ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জুনাইদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা প্রশাসক দেবী চন্দ।


প্রজন্মনিউজ২৪/এসআই

এ সম্পর্কিত খবর

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এপ্রিল ২০২৪ এইচআরএসএস এর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন।

খালে ভাসছে বাঘের দেহ! 

সম্মানহানির বিচার চেয়ে জবি শিক্ষকের বিরুদ্ধে ডীনের অভিযোগ

ধুনটে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসেবার কমিটি গঠন 

শিক্ষামন্ত্রীসহ সরকারের পদত্যাগের দাবি জানালেন জয়নুল আবদিন ফারুক

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে খাবার পানি, স্যালাইন এবং গামছা বিতরণ অনুষ্ঠিত

সময় তিন অক্ষরের এক ছোট নাম কত মূল্যবান

সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা

সিলেট নগরীর সুরমা টাওয়ার থেকে পড়ে সিসিকের এক কর্মচারির মৃত্যু

পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইঞ্জিনিয়ার নিহত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ