অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ সহকারী ভুমি কর্মকর্তা শরিফুলের বিরুদ্ধে

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৩ ০৪:২২:৫৩ || পরিবর্তিত: ২২ মার্চ, ২০২৩ ০৪:২২:৫৩

অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ সহকারী ভুমি কর্মকর্তা শরিফুলের বিরুদ্ধে

রোকনুজ্জামান ঝিনাইদহ প্রতিনিধিঃ দাখিলা কাটা, তদন্তে অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ উঠেছে কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা শরিফুল ইসলামের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা। খোজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে জানালেন উপজেলা নির্বাহী অফিসার। ভুমি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রতিকার পেতে ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি বরাবর।

ভুক্তভোগী নারানবাড়িয়া গ্রামের আমিরুল ইসলাম বলেন,জমি নিয়ে বিবাদের কারণে, আদালতে ১৪৪ ধারার মামলা করেছিলাম। ওই নালিশি জমির মামলার তদন্তের দায়িত্ব পান ইউনিয়ন ভুমি কর্মকর্তা শরিফুল ইসলাম।

তদন্তের পর আমার কাছে টাকা দাবি করেন ১০ হাজার টাকা । এ সময় আমি ধার দেনা করে ওনাকে ৫ হাজার টাকা দিয়ে ছিলাম। এরপরও তিনি আমার প্রতিপক্ষের কাছ থেকে আরো বেশি টাকা নিয়ে তদন্ত প্রতিবেদন দিয়েছেন তাঁর পক্ষে। আমি ওনার এ অনিয়মের বিচার দাবী করছি।

দাখিলা কাটা প্রসঙ্গে উপজেলার পাশপতিলা গ্রামের জুলফিকার আলী ভুট্টাে বলেন,আমার জমির খাজনা দিতে গিয়ে ছিলাম। তিনি আমার কাছ থেকে ১৫ শ টাকা নেন। তবে দাখিলা দেন ১০৪ টাকা। আমি সরল মনে দাখিলা নিয়ে চলে যায়। তবে পরে জানতে পারি আমার সঙ্গে প্রতারনা করেছেন।

একই অভিযোগ করেন, রাঙ্গিয়ার পোতা গ্রামের আলমগীর হোসেন। তিনি বলেন,জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমি ও একটা অভিযোগ করে ছিলাম আদালতে। তিনি প্রতিপক্ষের কাছ থেকে টাকা নিয়ে আমার বিরুদ্ধে প্রতিবেদন দেন।

অন্যদিকে ফাজিলপুর গ্রামের ঋষিকেশ বিশ্বাস বলেন,জমির খাজনা দিতে গিয়ে ছিলাম এলাঙ্গী ভূমি অফিসে। এ সময় নায়েব শরিফুল ইসলাম হিসাব করে ১৬ হাজার টাকা দিতে বলেন। টাকা নিয়ে তিনি আমাকে ৮ হাজার ৪৬৮ টাকার দাখিলা দেন।

ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, জুলফিকার আলী ভুট্টাের কাছে থেকে টাকা নিতে চাইনি। সে জোর করে দিয়ে গেছে কি করবো নিয়ে নিলাম। আপনি ওনাকে পাঠিয়ে দেন।

ভুট্টাের সঙ্গে কথা বলে নিবো। তবে তিনি আলমগীর হোসেন ও ঋষিকেশ বিশ্বাসের কাছ থেকে নেয়া টাকার বিষয়টি অস্বীকার করেছেন। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার উছেন মে বলেন, আমি কয়েক দিন হল এ অফিসে যোগদান করেছি। ভুমি অফিস নিয়ে বসা হয়নি। আর এ সংক্রান্ত কোন অভিযোগ এখনো আমি পায়নি। পেলে অবশ্যই বিষয়টি দেখবো।


প্রজন্মনিউজ২৪/খতিব

এ সম্পর্কিত খবর

চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি

এক মিনিটেই তাদের বিসিএসের স্বপ্নভঙ্গ

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্র‌ীর আত্নহত্যা

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন

বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ১২

পার্বতীপুরে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ইস্তেস্কার নামাজ আদায়

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ