ইন্দুরকানীতে বিয়ে বাড়িতে নিজ গায়ে আগুন দিয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২২ ০৬:০৪:৪৬ || পরিবর্তিত: ১৬ জুলাই, ২০২২ ০৬:০৪:৪৬

ইন্দুরকানীতে বিয়ে বাড়িতে নিজ গায়ে আগুন দিয়ে গৃহবধূর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের বাড়িতে নিজের গায়ে আগুন দিয়ে সুফিয়া বেগম (৫৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৬ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী মোরেলগজ্ঞ উপজেলার হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুফিয়া বেগম ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ানের রামচন্দ্রপুর গ্রামের মুনসুর আলী হাওলাদার স্ত্রী।

নিহত সুফিয়ার বড় ভাই আব্দুর রশিদ জানান, তার ছেলের ঘরের নাতির বিয়ে উপলক্ষে দু'দিন আগে তার বোন তাদের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার বাড়ির পেছনের পুকুর পাড়ে বসে সুফিয়া নিজের গায়ে নিজে আগুন দেয়। পারে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  শনিবার  সকালে সে মারা যায়।

নিহতের ছোট ছেলে রমিজ জানান, দু'দিন আগে মামা আমাদের বাড়ি থেকে মাকে বেড়ানোর জন্য নিয়ে যায়। কী কারণে আগুনে পুড়ে মা মারা গেছে জানি না।

স্থানীয় ইউপি সদস্য জোবায়ের তালুকদার জানান, নিজের গায়ে নিজে আগুন দেওয়া সুফিয়া বেগমের মৃত্যু হয়েছে। কারও সঙ্গে অভিমান করে গায়ে আগুন দিয়ে গৃহবধূ মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগেও একবার ওই গৃহবধু চলন্ত ফেরি থেকে  নদীতে লাফ দিয়েছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, নিজের গায়ে আগুন দিয়ে এক গৃহবধূ মারা গেছে বলে শুনেছি। ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্র্রজম্মনিউজ২৪/ফারহান আহমেদ

এ সম্পর্কিত খবর

বিচারকের ছেলে হত্যাকারী কে এই লিমন?

‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিন গণপরিবহন চলবে: মালিক সমিতি

কর্মবিরতি স্থগিতের পর মধ্যরাতে সিদ্ধান্ত পরিবর্তন প্রাথমিক শিক্ষক নেতাদের

ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি: বিশেষজ্ঞদের সতর্কবার্তা

যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন, নিহত ছাড়াল ৬৯ হাজার

উন্মুক্ত মাঠে এবছরের সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করলেন ড. মিজানুর রহমান আজহারী

খুলনায় আগে থেকেই গণসংযোগে জামায়াত, মাঠে নামল বিএনপিও

৯ হাজার তরুণকে প্রশিক্ষণের কারণ জানালেন উপদেষ্টা আসিফ

মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ