ইভটিজিংয়ের দায়ে যুবকের বিনাশ্রম কারাদণ্ড: ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ২২ মে, ২০২২ ১০:০০:০৫

ইভটিজিংয়ের দায়ে যুবকের বিনাশ্রম কারাদণ্ড: ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের বিরামপুর উপজেলায় ইভটিজিংয়ের অপরাধে এক যুবককে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ মে) উপজেলার বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোঃ আরিফ নামে এক যুবককে আটক করা হয়।  বিরামপুর থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মোঃ আরিফ প্রতিনিয়ত বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছিল। শনিবার অসৎ উদ্দেশ্যে বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে শ্রেণিকক্ষের সামনে আসলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়রা জানান, আটককৃত ব্যক্তি বখাটে স্বভাবের। এলাকার বয়ঃজ্যোষ্ঠদের সাথে প্রায়ই অসদাচরণ করে ও স্কুল-কলেজগামী মেয়েদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে থাকে সে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, এর আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় কোন পদক্ষেপ নিতে পারিনি। আজকে তাকে ইভটিজিং করার সময় হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একবছর বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিরামপুরে ইভটিজিং করলেই তার জেল হবে। উপজেলাকে বাল্যবিবাহ এবং ইভটিজিং মুক্ত করতেই দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছি।


প্রজন্মনিউজ২৪/এসএমএ

এ সম্পর্কিত খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

চরফ্যাসনে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

পরিমাপে কম দেওয়ায় মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনকে জরিমানা

সিংড়ায় মসজিদের অর্থ আত্মসাৎ ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সভা

বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকা’র অনুমতি দেয়নি ঢাবি প্রশাসন

ইউপি চেয়ারম্যানরা পদে থেকেই উপজেলা নির্বাচন করতে পারবেন

কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট

আদালত অবমাননা : বিএনপিপন্থি সাত আইনজীবীর বিষয়ে আদেশ পেছাল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ