প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২১ ০৯:৫৭:১৯ || পরিবর্তিত: ১৮ নভেম্বর, ২০২১ ০৯:৫৭:১৯
রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপথ মোড়ে আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম কবীর হোসেন (৩৮)। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জনে।
বুধবার (১৭ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কবীর হোসেনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, শনিবার (১৩ নভেম্বর) সায়েদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৬ জনকে আমাদের এখানে ভর্তি করা হয়েছিল। আজ রাতে কবীর হোসেন নামে আরও একজন এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে ওই ঘটনায় দগ্ধ বিশ্বনাথ দত্ত, মো. রিপন ও আবুল কালাম ও শফিক নামে চার জনের মৃত্যু হয়।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয়জন দগ্ধ হন।
নাটোর সদর -২ আসনে ৫ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোডাউন
ডেমরায় জামায়াত মনোনীত প্রার্থীর সমর্থনে সমাবেশ ও মিছিল
গত ১০ বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত : মির্জা ফখরুল
সাকিবকে ছাড়িয়ে দেশের সর্বাধিক টেস্ট উইকেট তাইজুলের
ভূমিকম্পে আহতদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন
বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
লেবাননে হামলায় ১৩ হামাস যোদ্ধা নিহত, দাবি ইসরাইলের
ভূমিকম্প : রাজধানীতে রেলিং ভেঙে ৩ জন নিহত