দূরপাল্লার বাস শ্রমিকদের নেই ঈদের আনন্দ

প্রকাশিত: ১২ মে, ২০২১ ১১:৪৫:০৩

দূরপাল্লার বাস শ্রমিকদের নেই ঈদের আনন্দ

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারে দেওয়া লকডাউনের পর লোকাল বাসগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার ঘোষণা দিলেও বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। ফলে রোজগার না থাকায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়ে পড়েছেন সিরাজগঞ্জ থেকে চলাচল করা দূরপাল্লার বাসের শ্রমিকরা। এই দুঃসময়ে পরিবহন শ্রমিক নেতাদের পাশে না পাওয়ার অভিযোগ করেছেন শ্রমিকরা। তারা বলছেন, নেতারা তাদের নানা কাজে ব্যবহারে করে কিন্তু এই সংকটকালে তারা কোনো সহায়তা পাচ্ছেন না।

সিরাজগঞ্জ পৌর বাস স্ট্যান্ডে গিয়ে কয়েকজন পরিবহন শ্রমিকের সঙ্গে কথা বললে তারা জানান, লোকাল বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু দূরপাল্লার বাসগুলো বন্ধ রাখা হয়েছে। এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি সহায়তা পাননি তারা।

সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামের অভি এন্টার প্রাইজের ড্রাইভার সাজু হোসেন কোনো সহায়তা না পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘লকডাউন দেওয়ার পর থেকে কাজ বন্ধ। পকেটে একটা টাকা নাই। আমরা এমন বিপদে আছি, কেউ চাল কেনার ঢাকা দিয়ে সাহায্য করে নাই। এমন পরিস্থিতিতে ঈদের সেমাই যে কিনবো সেই টাকাটাও নাই। কী যে অবস্থায় আছি, তা ভাষায় প্রকাশ করার মতো না।’

সাজু হোসেন এসব কথা বলতে বলতেই এসআই এন্টারপ্রাইজের আরও এক বাস চালক বলেন, ‘খুব অসহায় লাগতেছে। ছেলেটা খুব ছোট, তাকে একটা জামা কিনে দিতে পারি নাই। সবচেয়ে দুঃখের বিষয়, এমন বিপদের দিনে শ্রমিক নেতারা পাশে নাই। এই ঈদ আমাদের জন্য খুবই কষ্টের ঈদ। অনেক ড্রাইভারকেই সরকার থেকে চাল-ডাল দিয়ে সহযোগিতা করছে কিন্তু আমি পাই নাই।’

এ বিষয়ে সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক গ্যাদা শাহীন বলেন, সরকার থেকে আমাদের শ্রমিকদের জন্য কোনো সহযোগিতা করা হয়নি। সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন থেকে আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। তবে এর মধ্যে কয়েকজন ড্রাইভারই বাদ পড়েছে।

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ বলেন, শ্রমিকের ভোটে আমরা নেতা হয়েছি, শ্রমিকদের পাশে আমরা সবসময় আছি। তবে সরকারিভাবে কোনো সহযোগিতা না পাওয়ায় আমরা শ্রমিকদের মুখে ঈদের হাসি ফুটাতে পারিনি। শ্রমিক ইউনিয়ন থেকে তালিকা তৈরি করে দূরপাল্লার বাস শ্রমিকদের সহযোগিতা করার চেষ্টা করেছি।
প্রজন্মনিউজ২৪/নাজমুল

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ