চমক দিয়ে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২১ ০৩:৪৭:১২

চমক দিয়ে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল। তার আগে আজ মঙ্গলবার এই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন তরুণ পেসার পেসার শরিফুল ইসলাম। 

এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও এবারই প্রথম টেস্ট দলে জায়গা পেয়েছেন শরিফুল। কোয়ারেন্টাইন বাধ্যবাধকতা ও প্রস্তুতির সময় স্থানীয় কাউকে না পাওয়ার নিয়মের কারণে ২১ সদস্যের বহর নিয়ে শ্রীলঙ্কায় যায় বাংলাদেশ।  ওই  দল থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার। তারা হলেন-শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও শুভাগত হোম। 

এর আগে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, ২১ সদস্যের দল আর ছোট করবে না তারা। কিন্তু প্রথম টেস্টের একদিন আগে ঠিকই দল ২১ থেকে ১৫ জনে নিয়ে এসেছে টিম ম্যানেজম্যান্ট।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের ১৫ সদস্যের দল : মুমিনুল হক (ক্যাপ্টেন),লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন ,মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম।

প্রজন্মনিউজ২৪/ মামুন

এ সম্পর্কিত খবর

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এপ্রিল ২০২৪ এইচআরএসএস এর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন।

সম্মানহানির বিচার চেয়ে জবি শিক্ষকের বিরুদ্ধে ডীনের অভিযোগ

ধুনটে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসেবার কমিটি গঠন 

শিক্ষামন্ত্রীসহ সরকারের পদত্যাগের দাবি জানালেন জয়নুল আবদিন ফারুক

সময় তিন অক্ষরের এক ছোট নাম কত মূল্যবান

সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা

সিলেট নগরীর সুরমা টাওয়ার থেকে পড়ে সিসিকের এক কর্মচারির মৃত্যু

পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইঞ্জিনিয়ার নিহত

বেরোবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, মহাসড়ক অবরোধ

অনুশীলনে চোট পেয়েছেন লিটন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ