দু্ই মার্চ থাকছে তাৎক্ষণিক ভোটার হওয়ার সুযোগ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২১ ০৭:০৭:১৪ || পরিবর্তিত: ২২ ফেব্রুয়ারী, ২০২১ ০৭:০৭:১৪

দু্ই মার্চ থাকছে তাৎক্ষণিক ভোটার হওয়ার সুযোগ

জাতীয় ভোটার দিবসে নাগরিকদের তাৎক্ষণিক ভোটার হওয়ার সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন নির্বাচন কমিশনের উপজেলা, আঞ্চলিক, জেলা ও বিভাগীয় কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলেই সরাসরি ভোটার হওয়া যাবে। আগামী ২ মার্চ, মঙ্গলবার দিবসটি পালিত হবে। তবে চলমান মহামারি পরিস্থিতিতে এবার দিবসটি পালিত হবে স্বল্প পরিসরে।

আজ (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান  গনমাধ্যমকে এ কথা জানান।

 

গত বছর বড় পরিসরে দিবসটি পালিদ হলেও এবছর পালিত হবে ছোট পরিসরে। করোনা প্রাদুর্ভাবের কারণে সমাবেশ করা হবে না। তবে ভোটারদের সচেতন করতে বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টেলিভিশন গুলোতে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হবে। জাতীয় পত্রিকায় প্রকাশিত হবে ক্রোড়পত্র। আলোকসজ্জিত করা হবে রাজধানীর নির্বাচন ভবন। ইসির কর্মকর্তাদের নিয়েই আয়োজন করা হবে আলোচনা অনুষ্ঠান।

আসাদুজ্জামান বলেন, ভোটার হওয়া একটি চলমান প্রক্রিয়া। তবে ভোটার দিবসে কেউ ইসির অফিসে গিয়ে তখনই ভোটার হতে পারবেন। নতুন ভোটারদের নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে যাচাই করা হবে। এরপরই তাদের ভোটার করা হবে। এজন্য কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সরকার ২০১৮ সালে মন্ত্রিসভার এক বৈঠকে প্রতি বছর ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালন কারার সিদ্ধান্ত। দিবসটির লক্ষ্যে ঠিক কর হয় ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরি’। প্রথম বছর পালন করার পর তারিখ পরিবর্তন করে দিবস পালন করার তারিখ ঘোষিত হয় ২ মার্চ’

 

দেশে তৃতীয়বারের মতো পালিত হতে যাচ্ছে ভোটার দিবস। জাতীয় ভোটার দিবস ‘খ’ শ্রেণিভুক্ত একটি দিবস। প্রমোশন ক্যাম্পেইন সংক্রান্ত দিবসগুলো এই শ্রেণিতে থাকে। দিবসটি উপলক্ষে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এমন কর্মসূচি হাতে নিয়েছে ইসি।

প্রজন্মনিউজ২৪/এসএ

এ সম্পর্কিত খবর

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্র‌ীর আত্নহত্যা

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘষে নিহত ১ আহত ৩

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন

পঞ্চগড়ে হিট স্ট্রোকে প্রাইভেট কার চালকের মৃত্যু

বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ১২

পার্বতীপুরে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ইস্তেস্কার নামাজ আদায়

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ