নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার: কাদের

প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২১ ০৩:৫৩:১৪

নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার: কাদের

 

চলমান পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কমিশনের কাজে কোন হস্তক্ষেপ করবে না সরকার।শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে এক ভিডিও বার্তায় এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণে সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার।

পৌরসভার নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে।দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ নির্বাচনে প্রচার কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে জনগণ ভোটাধিকার প্রয়োগে উৎসাহ উদ্দীপনার সঙ্গে অপেক্ষা করছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিতে গিয়ে কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন সরকারকে নাকি জনগণ ক্ষমা করবে না।প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই জননেত্রী শেখ হাসিনাকে দেশের মানুষ সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছেন।বিএনপির সব কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে। দেশের মানুষ বিএনপিকে ক্ষমা করে নেই বলে তারা ক্রমান্বয়ে একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হচ্ছে।মানুষ তাদের ক্ষমা করেনি বলেই এখনও বিএনপির অতীতের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করছে।’

প্রজন্মনিউজ২৪/হারুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ