প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২০ ০৫:৫৮:৪১
আকাশ থেকে পড়া পাথরেই রাতারাতি দরিদ্র থেকে কোটিপতি হয়ে গিয়েছে ইন্দোনেশিয়এক যুবক। কোটিপতি ইন্দোনেশিয়ার এ যুবকের নাম হলো জোসুয়া হুটাগালানগুর । হুট করেই আকাশ থেকে তার বাড়িতে পরে এমন এক বস্তু, যা দেখে তিনি কিছুটা অবাক হয়েছিলেন। কিন্তু সেই অবাক করা বস্তুই তাকে দরিদ্র থেকে সোজা কোটিপতি বানিয়ে দিয়েছে।
৩৩ বছর বয়সের জোসুয়া যখন নিজের বাড়িতে কাজ করছিল সে সময় আকাশ থেকে তাঁর বাড়িতে পরে এমন এক বস্তু, যা তাঁকে রীতিমতো বড়লোক করে দিয়েছে তাকে। দরিদ্র থেকে সোজা ১০ কোটির মালিক বনে যান সে।
জোসুয়ার বাড়িতে আকাশ থেকে পড়া অতি বিরল একটি উল্কাপিন্ড প্রায় ৪ বিলিয়ন বছর পুরোনো। এটির বাজারে দাম ধরা হয়েছিল ১০ কোটি টাকা।
উল্কাপিণ্ডটি মারাত্মক তীব্র গতিতে ছাদে পড়ে ছাদ ফুটে হয়ে নীচে পড়ে মেঝের মধ্যে প্রায় ১৫ সেমি ঢুকে যায়। ঘটনায় প্রথমে মারাত্মক আতঙ্কিত হয়ে পড়েন জোসুয়া। জোসুয়া জানিয়েছে, প্রথম যখন এটি পড়ে, তখন এটি মারাত্মক গরম ছিল কিন্তু পরে এটি ঠাণ্ডা হয়ে যায়।
প্রজন্মনিউজ২৪/নাজমুল
সিরাজগঞ্জে বিষপানে একই পরিবারে ৩ জনের মৃত্যু
বাংলাদেশ ব্যাংক সার্ভারে আবারো ম্যালওয়ার শনাক্ত
ডাবরের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে করোনার সুরক্ষিত কিট বিতরণ
করোনার টিকা আমদানি করতে এখনও চূড়ান্ত কোনো ক্রয়আদেশ দেয়নি পাকিস্তান।
ইউএনও ওয়াহিদার ওপর হামলা: রবিউলের বিরুদ্ধে চার্জ গঠন
বাইডেনের শপথ অনষ্ঠান নিয়ে উৎকণ্ঠা: নিরাপত্তা জোরদার
সমাবেশ ও বিস্ফোরক দ্রব্য নিয়ে সংসদ ভবন এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা
করোনায় সুস্থতার হার বাড়ছে, কমছে শনাক্ত রোগীর সংখ্যা