‘চাই না ছেলে গায়ক হোক অন্তত ভারতেতো না-ই’

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২০ ১২:০৫:৩৬

‘চাই না ছেলে গায়ক হোক অন্তত ভারতেতো না-ই’

নিজে ভারতের জনপ্রিয় গায়ক হলেও ছেলে নীবান’এর প্রতিভা থাকলেও তাকে গায়ক বানাতে চান না সনু নিগাম।

এক সাক্ষাৎকারে সনু জানান,তার ছেলে ভারতে থাকতে না চাওয়ায় তাকে দুবাই পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ‘জন্মগতভাবেই আমার ছেলের মধ্যে গায়কি প্রতিভা আছে।কিন্তু তার অন্য পছন্দও আছে।এখন পর্যন্ত সে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে সেরা গেমার।সে খুবই মেধাবী একটি ছেলে এবং তার মধ্যে অনেক গুণ আছে।দেখা যাক সে নিজে কী হতে চায়।’

ছেলের ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে এই গায়ক বলেন, ‘সত্যি বলতে, আমি চাই না সে গায়ক হোক।অন্তত এই দেশে (ভারত) তো না-ই।যাই হোক,সে আর ভারতে থাকে না,দুবাইয়ে থাকে।ইতোমধ্যে তাকে ভারতের বাইরে পাঠিয়ে দিয়েছি।’

এদিকে সোনু নিগমের এই বক্তব্য মেনে নিতে পারেননি নেটিজেনরা।সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার বক্তব্যের প্রতিবাদ করেছেন।একজন লিখেছেন, ‘সোনু নিগমের মতো একজন গায়কের কাছ থেকে এমন বক্তব্য আশা করিনি। বক্তব্যের মাধ্যমে মাতৃভূমিকে অবজ্ঞা করা হয়েছে এবং অকৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। নাসিরউদ্দিন শাহের মতো অভিনেতাদের সঙ্গে তার কোনো পার্থক্য নেই।সংকীর্ণমনা মানুষ অর্থ,মর্যাদা,ব্যক্তিগত অহংবোধ হজম করতে পারেন না।’

অপর একজন লিখেছেন, ‘আপনিও ছেলের সঙ্গে দুবাই চলে যেতে পারেন। আমরাও আপনাকে চাই না।’

প্রজন্মনিউজ২৪/মুজাহিদ

 

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ