শ্রমিকের বেতন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না: সাকি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২০ ০৬:১৮:২৪

শ্রমিকের বেতন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না: সাকি

 

শ্রমিকের বেতন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ‘শ্রমিকের টাকায় আপনাদের বেতন হয়। অথচ আপনারা তাদের বেতনের ব্যবস্থা করতে পারেন না।’

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আট মাসের বকেয়া বেতনের দাবিতে এ ওয়ান বিডি লিমিটেডের শ্রমিকদের অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘এগারোশ’ শ্রমিক এই করোনা মহামারিকালে আট মাস ধরে বেতন পান না।  শ্রমিকদের বেতনের ব্যবস্থা করতে পারেন না, আপনারা সরকারের আছেন, আপনাদের লজ্জা থাকা উচিত। এই শ্রমিকের ট্যাক্সের টাকায় আপনাদের সরকার চলে। আপনাদের বেতন হয়। কিন্তু এই শ্রমিকরা কাজ করে আট মাস থেকে বেতন পায় না। আপনারা সেটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘এই কোম্পানির বিদেশি মালিক মারা গিয়েছেন। আপনারা ইপিজেড করেছেন, বেপজা করেছেন। বেপজার কর্তৃপক্ষ আছে, আইন আছে। এই কারখানার ভবিষ্যৎ কী হবে, সেই অনুযায়ী শ্রমিকের বেতন আটকে থাকবে এটা কোনও আইন হতে পারে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অবিলম্বে এই শ্রমিকদের পাওনা মিটিয়ে দিতে হবে।’

জোনায়েদ সাকি আরও বলেন, ‘এই কারখানার ভবিষ্যৎ কী হবে আপনারা ঠিক করেন। যদি বিদেশিরা এই কারখানা চালাতে না পারে, তাহলে কারখানা অধিগ্রহণ করে চালুর ব্যবস্থা করেন। যদি কারখানা চালু করতে না পারেন, বেপজা আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিকের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। এই সব বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা আর কোনও টালবাহানা শুনতে চাই না। এই করোনাকালের শ্রমিকদের কঠিন নিষ্ঠুর আচরণ দেশের জনগণ মেনে নেবে না।’

প্রজন্মনিউজ/মেহেদী

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ