ডিএনডি খালে থেকে কিশোরীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২০ ১২:১১:০৪ || পরিবর্তিত: ১৭ সেপ্টেম্বর, ২০২০ ১২:১১:০৪

ডিএনডি খালে থেকে কিশোরীর লাশ উদ্ধার

ডেমরার ডিএনডি খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ১৭ ঘণ্টা পর কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গতকাল ১৬ সেপ্টেম্বর, বুধবার দুপুরে বৃষ্টির সময় আরো তিন বান্ধবীর সাথে ডিএনডি খালে গোসল করতে নামে আকাশি (১৩) নামের ওই কিশোরী। খালে সাঁতার কাটার এক পর্যায়ে সে দুর্বল বোধ করলে সাথে নামা জুঁইকে (৮) আঁকড়ে ধরে সে।

এসময় তাদের দুজনকে ডুবে যেতে দেখে স্থানীয় এক ছেলে পানিতে নেমে জুঁইকে উদ্ধার করতে পারলেও আকাশি তলিয়ে যায়। সন্ধ্যার দিকে এ সংবাদ ছড়িয়ে পড়লে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করে। কিন্তু আলোকস্বল্পতার জন্য রাত ১০টার দিকে তারা উদ্ধার অভিযান স্থগিত করেন। তবে রাতের বেলায়ও স্থানীয় কয়েকজন তাকে খোঁজাখুঁজি করলেও আর সন্ধান পাননি।
পরে আজ সকালে ফের অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আকাশি পরিবারের সদস্যদের সাথে বামৈল এলাকায় ভাড়া থাকতো। তার পিতার নাম আনোয়ার হোসেন। তাদের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার চাঁদগাঁও গ্রামে।

প্রজন্মনিউজ২৪/হাবিব

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ