শুরুটা হলো নগর ভবনের সামনে থেকেই

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০৩:৩৬:২৪

শুরুটা হলো নগর ভবনের সামনে থেকেই

নিজস্ব প্রতিবেদক:

খোদ নগর ভবনের সামনেই পুরো ফুটপাত ও রাস্তার আংশিক জায়গা জুড়ে রাখা ছিল বালু। অবৈধভাবে এভাবে বালু রেখে দেওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠান লেগাসি ফার্নিচারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লেগাসি ফার্নিচার সিটি করপোরেশনের কাজে নিয়োজিত ছিল। আজ সোমবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ মিয়া এই জরিমানা করেন। 


নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ মিয়া বলেন, সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ফুটপাত ও রাস্তা বন্ধ করে রেখে দেওয়া নির্মাণ সামগ্রী ও অবৈধ স্থাপনা জব্দ করে নিলামে বিক্রির অভিযান চলছে। অথচ আমাদের নগর ভবনের সামনেই এভাবে ভবন নির্মাণের উপকরণ (বালু) রেখে দিয়েছিল ঠিকাদার। তাই ঠিকাদারকে জরিমানা করে নিজের ঘর থেকেই অভিযান শুরু করলাম।

ঠিকাদার প্রতিষ্ঠান লেগাসি ফার্নিচারের প্রকৌশলী মাহমুদুল ইসলাম বলেন, গতকাল রাত ১২টার পর আমাদের বালুর গাড়ি আসে। তাই রাতে সরাতে পারিনি। সব সময় ফুটপাত ও রাস্তা পরিষ্কার রেখেই তাঁরা কাজ করেন বলেও তিনি দাবি করেন।

জরিমানা ছাড়াও বালু ডিএনসিসি ট্রাকে তাৎক্ষণিকভাবে অন্যত্র সরিয়ে নিয়ে ফুটপাত ও রাস্তা পরিষ্কার করা হয়।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ