প্রকাশিত: ০৮ মে, ২০১৮ ১১:৩৫:৫৫
১৩ বছরের ছেলেটির মস্তিষ্কের মৃত্যু ঘটে গিয়েছিল। চিকিৎসক তো বটেই সঙ্গে বাবা-মাও সব আশা ছেড়ে দিয়েছিলেন।এমনকি ছেলের অঙ্গপ্রত্যঙ্গ দানপত্রে সইও করে ফেলেছিলেন। কিন্তু প্রায় অলৌকিকভাবেই সেই ছেলেটি ফিরে এসেছে।যুক্তরাষ্ট্রের আলবামায় এমন ঘটনা ঘটেছে ।মার্চে দুর্ঘটনায় পড়ে খুলিতে সাতখানা চিড় ধরেছিল ট্রেনটন ম্যাকিনলের।তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ১৫ মিনিট সাড়া ছিল না তার।
পরে সাড়া ফিরলেও মস্তিষ্ক সচল হয়নি। জড় পদার্থের মতোই পড়েছিল সে।ট্রেনটনের বাবা-মা কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেলেছিলেন। সইসাবুদ হয়ে যাওয়ার পর দিন কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে দেয়ার কথা ছিল।কিন্তু সবাইকে চমকে দিয়ে ঠিক তখনই জ্ঞান ফিরতে শুরু করে ট্রেনটনের।সে এখনও সুস্থ নয়, আবারও অস্ত্রোপচার হবে।
কিন্তু সে উঠে বসছে, গোটা গোটা বাক্যও বলতে পারছে।ট্রেনটন বলছে, ওর মনে হচ্ছিল ও ফাঁকা মাঠের মধ্য দিয়ে হাঁটছে। সেখান থেকে কী করে হাসপাতালের বিছানায় আবার চোখ খুলল সে জানে না।মা জেনিফার রেইনডলও বলছেন, ছেলে জীবনে ফেরার আগে একবার স্বর্গ থেকে ঘুরে এসেছে। আর কোনো ব্যাখ্যা নেই আমাদের কারও কাছেই।
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন মামদানি
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না
যেসব জেলায় হতে পারে বজ্রসহ ভারী বৃষ্টি
গার্মেন্টস শ্রমিদের বিক্ষোভ,তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম
অবশেষে দুই বছর পর খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়
মেলিসার তাণ্ডবে ধ্বংসস্তূপ ক্যারিবীয় অঞ্চল, নিহত অন্তত ২৫
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকির মৃত্যু