প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৫ ১১:৪৩:৫৮
দেশের ৭ জেলাসহ আশপাশের কিছু এলাকায় বজ্রপাতসহ ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সোমবার (৩ নভেম্বর) রাত ১০টায় বিডব্লিউওটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে জানানো হয়, সোমবার রাত ১০টা থেকে আগামী শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টার মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ফেনী, নোয়াখালী ও এর আশপাশের কিছু এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
সংস্থাটি বলছে, একই সময়ে কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা ও এর আশপাশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে বিডব্লিউওটি। বিডব্লিউওটি আরও জানায়, তবে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই এসব জেলার কৃষক ভাইয়েরা বিশেষভাবে সতর্ক থাকবেন। লঘুচাপের প্রভাবে এই বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই লঘুচাপের গতিপথের ওপর নির্ভর করে আপডেটে কিছুটা পরিবর্তন হতে পারে।
সাক্ষী না আসায় ফের পেছাল সাক্ষ্যগ্রহণ
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না
নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতার মাঝেও জামায়াত-বিএনপির অনন্য দৃষ্টান্ত কক্সবাজারে
যেসব জেলায় হতে পারে বজ্রসহ ভারী বৃষ্টি
ঠাকুরগাঁও ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছাড়াই এলাকায় উত্তেজনা।
বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ
১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত হচ্ছে, ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর
নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের