অভিশপ্ত গ্রাজুয়েট

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০১৮ ০৩:৩৯:০৩

অভিশপ্ত গ্রাজুয়েট

অভিশপ্ত গ্রাজুয়েট

 

সাইয়েদা আক্তার কবিরাণী

___________________

 

লাভটা কি আর গ্রাজুয়েট

হলাম দেশে,

দুদিন বাদে ঘুরবো ঠিকই

বেকার বেশে।

 

সার্টিফিকেট জমা দিস্তা খাতার

মতোই পুরু,

গ্রাজুয়েট নাম নিয়েই জীবনের

যুদ্ধটা শুরু।

 

গ্রাজুয়েট পাবে ঘরে ঘরে

অথচ বেকার,

চাকরিটা আমি পাবো কবে

চিন্তাটা আমার।

 

বেকার জীবন আবদ্ধ থাকে

দুর্নীতির ঘরে,

মেধাবী ছাত্রটা নেশা মুখে

হতাশায় মরে!

 

সঠিক বয়সে বিয়ে হয়না-

জীবনটা একেলা,

বিষণ্ন মন নির্জনে বিরহের

ঠোঁটে বেহালা।

 

গ্রাজুয়েশন যেন বিষের ন্যায়

হেমলক পান,

বেকার যুবক ধুঁকছে হতাশায়-

যাচ্ছে জান।

 

বলবে কবে সেই ছেলেটিও

পেয়েছি চাকরিটা,

সংসারে বৌ এসেছে,কিনেছি

জমিজমা ভিটা।

 

বছর বাদে বলবে আমিও

হচ্ছি বাবা!

চাকরিটা সোনার হরিণ সেথা-

বাঘের থাবা।

 

হায়রে গ্রাজুয়েট হায়রে মেধা

ধুলোয় লুটোপুটি,

চাকরি পাবো করে হয়না

প্রেমের খুনসুটি।

 

আহা জীবন মুখাপেক্ষী কেন

আজ আগ্রাসনে,

কি আর হবে মহামান্য

এমন গ্রাজুয়েশনে? 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ