ঘুরে দাড়িয়েছে কাজল

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০১৭ ০১:৩২:১৪

ঘুরে দাড়িয়েছে কাজল

কাজল আগারওয়াল। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় করেছেন বলিউড সিনেমাতেও। তবে অজয়ের বিপরীতে ‘সিংহাম’ সিনেমাটি ছাড়া তার আরো কোনো সিনেমা দিয়ে বলি দর্শকদের মনে জায়গা করতে পারেনি। তেমনই গত বছর কাজল অভিনীত দক্ষিণের চারটি ছবি পর পর বক্স অফিসে ব্যর্থ হয়। তবে ব্যর্থতা কাটিয়ে চলতি বছর তার একাধিক সিনেমা মুক্তির পর সাফল্যের মুখ দেখেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে কাজল অভিনীত ‘ব্রহ্মতসবম’, ‘সরদার গব্বর সিং’, ‘দো লফজো কি কাহানি’, সিনেমা মুক্তি পায়। হিন্দি ভাষার ‘দো লফজো কি কাহানি’ সিনেমায় চুম্বন দৃশ্যেও দেখা যায় কাজলকে। কিন্তু দুঃখজনক হলেও এ তিনটি সিনেমাই ব্যবসায়ীকভাবে ব্যর্থ হয়।

অন্যদিকে ‘জনতা গ্যারেজ’ সিনেমায় ‘পাক্কা লোকাল’ শিরোনামে একটি আইটেম গানে দেখা যায় কাজলকে। গত বছর সিনেমাটি মুক্তি পায়। এ সিনেমাটি কাজলকে পুনরায় আলোচনায় নিয়ে আসে। এরপরই চলতি বছর মেগাস্টার চিরঞ্জীবির সঙ্গে ‘কয়েদি ১৫০’ নামে সিনেমায় রোমান্স করেন কাজল। সিনেমাটি দর্শকদের মন ছুঁয়ে যায়। এরপর রানা দাগ্গুবতী অভিনীত পলিটিক্যাল ড্রামা ঘরানার ‘নেনে রাজু নেনে মন্ত্রী’ সিনেমায় অভিনয় করেন কাজল। এ সিনেমাটিও বক্স অফিসে সাফল্য লাভ করে। কাজলের ব্যর্থ ও সাফল্যের এ পরিসংখ্যান জানিয়েছেন তামিলনাড়ু বক্স অফিস বিশেষজ্ঞ অজিত ও বিজয়।

ব্যর্থতার পর শুধু এ সিনেমাগুলোর সফলতা কাজলকে আবার লাইমলাইটে ফিরিয়ে আনে। এছাড়া বর্তমানে ‘এমএলএ’, ‘প্যারিস প্যারিস’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কাজল। ‘এমএলএ’ সিনেমায় নান্দামুরি কল্যাণ রামের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। সিনেমাটি আগামী ১৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পাবে।

এ সম্পর্কিত খবর

আদালত অবমাননা : বিএনপিপন্থি সাত আইনজীবীর বিষয়ে আদেশ পেছাল

ফরিদপুরে দুই শ্রমিক হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

রাবিতে বিশ্ব বই দিবস উপলক্ষে বইপাঠ কর্মসূচি অনুষ্ঠিত

পর্যটক ও ব্যবসায়ীদের বর্জ্যে নষ্ট হচ্ছে সৈকতের পরিবেশ

টিউবওয়েলে উঠছে না পানি, গ্রামাঞ্চলে খাবার পানির তীব্র সংকট

দায়িত্বের কাছে হার মেনেছে ৪০ ডিগ্রি তাপমাত্রা

আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা

হ্যাপিং হ্যান্ডস্ সমাজ কল্যাণ সংস্থার গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত

ঈদের আমেজ কাটেনি বাজারে, ফাঁকা ঢাকাতেও দাপট গরু-খাসির

মাদক ব্যবসার মূল হোতা সোর্স শহীদ ধরা ছোঁয়ার বাইরে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ