দ্রুত ১১৭ কারা চিকিৎসক নিয়োগে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২০ ০৩:২৮:৩৪ || পরিবর্তিত: ২৯ জানুয়ারী, ২০২০ ০৩:২৮:৩৪

দ্রুত ১১৭ কারা চিকিৎসক নিয়োগে হাইকোর্টের নির্দেশ

সারাদেশের কারা হাসপাতালগুলোয় শূন‌্য পদে ১১৭ জন চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার (২৯ জানুয়ারি) এই আদেশ দেন।

আদেশে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে দ্রুত এই ‍নিয়োগ দিতে এবং এক মাসের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

রিটকারী আইনজীবী মো. জে আর খান রবিন গণমাধ্যমকে বলেন, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ জানিয়েছিল, কারা হাসপাতালগুলোয় চিকিৎসকের অনুমোদিত পদ ১৪১টি। এর মধ্যে ৯ জন চিকিৎসক কর্মরত ছিলেন। পরবর্তীতে আরো ১৫ জন চিকিৎসক সংযুক্ত করা হয়। বাকি ১১৭টি শূন‌্য পদে দ্রুত চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছেন।

গত ১৪ জানুয়ারি সারা দেশে জরুরি ভিত্তিতে কারা হাসপাতালে কতজন চিকিৎসক প্রয়োজন তা কারা কর্তৃপক্ষকে ২৭ জানুয়ারির মধ্যে জানাতে বলা হয়। সেই অনুযায়ী আজ কারা কর্তৃপক্ষ ১১৭টি শূন‌্য পদ রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করে।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ